লা লিগা সভাপতির পদত্যাগ চেয়ে বার্সার আনুষ্ঠানিক বিবৃতি

লা লিগার সভাপতি হিসেবে কোনো একটি বিশেষ দলের বিপক্ষে কথা বলার সুযোগ নেই। কিন্তু সেই চর্চাই এতদিন করে এসেছেন হাভিয়ের তেবাস। রিয়াল মাদ্রিদের প্রকাশ্য এই সমর্থক সময়ে-সময়ে বার্সেলোনাকে নিয়ে নেতিবাচক কথা বলেছেন।
যার সাম্প্রতিক উদাহরণ, বার্সেলোনার বিরুদ্ধে ওঠা রেফারি কমিটিকে টাকা দেওয়ার অভিযোগের পেছনে কলকাঠি নেড়েছেন তেবাসই। অন্তত বার্সেলোনা বোর্ডের ধারণা এটিই। পরবর্তীতে এই অভিযোগ প্রমাণিত হয়নি।
এছাড়াও সম্প্রতি বার্সেলোনার লা লিগা দল থেকে বাদ দিতে হয়েছে ১৮ বছর বয়সী মিডফিল্ডার গাভিকে। যার পেছনে কারণ তেবাসের বানানো অদ্ভূত নিয়ম। এমনকি লিওনেল মেসির বার্সা ছাড়ার পেছনেও ভূমিকা ছিলো তেবাসের বেঁধে দেওয়া শর্তের।
এবার তাই আর চুপ থাকল না বার্সা বোর্ড। লা লিগা সভাপতির পদ থেকে তেবাসকে পদত্যাগ করার কথা বলে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে কাতালান ক্লাবটি।
বিবৃতিতে বলা হয়, 'বার্সেলোনার বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে যেসব অভিযোগ উঠেছে তার কোনোটিরই সত্যতা পাওয়া যায়নি। লা লিগার সভাপতি হিসেবে তেবাসের আমাদের পেছনে উঠে-পড়ে লাগার বিষয়টি প্রমাণ করে, এসবের সাথে তিনিও জড়িত। গণ মাধ্যমকে ব্যবহার করে তিনি বার্সেলোনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করেছেন।'
বিবৃতিতে আরো বলা হয়, 'লা লিগার সব ক্লাবের এ বিষয়ে সতর্ক থাকা উচিত। তেবাস লা লিগার সভাপতি পদে থাকার যোগ্য নন। যে ক্ষমতা তাকে দেওয়া হয়নি তিনি সেটি ব্যবহার করতে চেয়েছেন। সভাপতি পদের সম্মান রক্ষার্থে তার পদত্যাগ করা উচিত।'