রোনালদোর জোড়া গোলে পর্তুগালের শুভ সূচনা

বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচেই বসে ছিলেন বেঞ্চে। এরপর ইউরোপিয়ান ক্লাব ফুটবল ছেড়ে সৌদি আরবে পাড়ি জমানোর পর অনেকের মনেই শংকা ছিলো, পর্তুগালের জার্সিতে আর দেখা যাবে তো ক্রিশ্চিয়ানো রোনালদোকে?
পর্তুগালের নতুন কোচ হিসেবে রবার্তো মার্তিনেজ দায়িত্ব নেওয়ার পরই আলোচনা করেছেন সিআর সেভেনের সঙ্গে। রোনালদোকে নিজের পরিকল্পনায় ভালোভাবেই রেখেছেন পর্তুগালের স্প্যানিশ কোচ। আর সেই আস্থার প্রতিদানই রোনালদো দিলেন।
ইউরো ২০২৪ এর বাছাইপর্বে শুভ সূচনা করেছে পর্তুগাল। প্রথম ম্যাচে লিখটেনস্টাইনকে ৪-০ গোলে হারিয়েছে মার্তিনেজের দল। জোড়া গোল করে রোনালদো বুঝিয়ে দিয়েছেন, এখনো ফুরিয়ে যাননি তিনি।
ম্যাচের ৮ মিনিটেই জোয়াও ক্যান্সেলোর গোলে এগিয়ে যায় পর্তুগাল। ৪৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বার্নার্দো সিলভা। এরপর ৫১ মিনিটে পেনাল্টি থেকে নিজের প্রথম ও দলের তৃতীয় গোল করেন রোনালদো। ৬৩ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করে বড় জয় নিশ্চিত করেন সিআর সেভেন।
বাছাইপর্বে নিজেদের পরবর্তী ম্যাচে লুক্সেমবার্গের মুখোমুখি হবে পর্তুগাল।