ভুটানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

ফাইনালে এক পা দিয়েই রেখেছিল বাংলাদেশ, ড্র হলেই চলতো। তাতেই মিলতো ফাইনালের টিকেট। কিন্তু ঘরের মাঠের আসরে সহজ পথকে বেছে নেয়নি বাংলাদেশ। ফাইনাল নিশ্চিত করার মিশনে মাঠে নেমে রীতিমতো শাসন করলো বাংলাদেশের মেয়েরা, ভুটানকে রীতিমতো উড়িয়ে দিলেন শামসুন্নাহার জুনিয়র-আকলিমারা। বিশাল জয়ে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলো বাংলাদেশ।
মঙ্গলবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে ভুটানের জালে গোল উৎসব করে ৫-০ গোলের বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। হ্যাটট্রিক করেছেন অধিনায়ক শামসুন্নাহার জুনিয়র, বাকি গোল দুটি করেন আকলিমা খাতুন।
অনূর্ধ্ব-২০ বয়সী মেয়েদের নিয়ে প্রথমবারের মতো আয়োজন করা এই আসরে বাংলাদেশের আগে ফাইনাল নিশ্চিত করে নেপাল। চমক জাগানিয়া ফুটবল খেলে ভারতকে ৩-১ গোলে হারিয়ে দেয় তারা। শিরোপার লড়াইয়ে আগামী বৃহস্পতিবার মুখোমুখি হবে বাংলাদেশ-নেপাল। এবারের আসরে আগের সাক্ষাতে নেপালকে ৩-১ গোলে হারায় গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
পয়েন্ট তালিকার শীর্ষ দল হিসেবে ফাইনালে ওঠা বাংলাদেশ আসরে কোনো ম্যাচ হারেনি। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে স্বাগতিকদের পয়েন্ট ৭। দুইয়ে থাকা নেপালের পয়েন্ট ৬। তিন ম্যাচে ৪ পয়েন্ট আসর থেকে বাদ পড়েছে ভারত।
বাংলাদেশের বিপক্ষে বড় ব্যবধানে হারা ভুটানের ঝুলিতে নেই কোনো পয়েন্ট। জয়হীন থেকে যাওয়া দেশটির বিদায় আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। শেষ ম্যাচে বড় ব্যবধানে হেরে থামলো থাদের মিশন।