মেসিকে দেওয়া আল-হিলালের ৩ হাজার কোটি টাকার প্রস্তাব নিয়ে মুখ খুললেন সৌদি ফুটবল প্রধান

ক্রিশ্চিয়ানো রোনালদো তো ইতোমধ্যে ঘাঁটি গেড়েছেন মধ্যপ্রাচ্যে। ক্যারিয়ার জুড়ে নিজের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীর এমন সিদ্ধান্ত কী প্রভাব ফেলতে পারবে লিওনেল মেসির ক্ষেত্রেও? পিএসজির সঙ্গে এই মৌসুম শেষেই চুক্তির মেয়াদ সম্পন্ন হবে মেসির। এখন পর্যন্ত নতুন চুক্তির খবর শোনা যাচ্ছে না।
মেসি যদি এই মৌসুম শেষে পিএসজি ছাড়েন, তাহলে তার পরবর্তী সম্ভাব্য গন্তব্য হিসেবে অনেকেই বলছেন বার্সেলোনার কথা। কিন্তু বার্সেলোনার মেসিকে ফিরিয়ে আনার আর্থিক সামর্থ্য আছে কিনা সেটিও ভাবার বিষয়। রোনালদোর পর তাহলে কী মেসিও পাড়ি জমাতে পারেন সৌদি আরবে?
মেসির সৌদি আরবে আসার গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন দেশটির ফুটবল ফেডারেশনের প্রধান ইব্রাহিম আল কাসিম। মাঝে খবর শোনা গিয়েছিল, সৌদি ক্লাব আল-হিলাল মেসিকে আনার জন্য বছরে ৩০৫ মিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছে।
কিন্তু এই বিষয়ে কিছু জানেন না বলে মন্তব্য করেছেন আল কাসিম, 'এই ধরনের কোনো প্রস্তাবের কথা আমার জানা নেই। আমার মনে হয় না এটা এখন করা সম্ভব।'
তবে মেসিকে নিজেদের লিগে পেতে আগ্রহী তিনি, 'অবশ্যই মেসির মানের খেলোয়াড় আমাদের লিগে আসলে সেটি হবে দুর্দান্ত। আমরা সবসময়ই আমাদের ফুটবলকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছি। আমরা মেসি-রোনালদোকে একই লিগে দেখতে চাই। কিন্তু এই মুহূর্তে সেটি সম্ভব নয়।'
পিএসজির সঙ্গে মেসি নিজের চুক্তি আরো এক বছর বাড়াবেন বলেই খবর দিয়েছে প্যারিসের গণমাধ্যমগুলো। সেটি যদি হয়েই যায়, তাহলে মেসি-রোনালদোকে আবারো একই লিগে দেখার আশা করে খুব একটা লাভ নেই।