মেসি-রোনালদোর লড়াই কখন কোথায়
মেসি-রোনালদোর লড়াইয়ের সম্ভাব্য শেষ অধ্যায় দেখা যেতে পারে আজই। সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে আজ রাতে মেসির পিএসজির বিপক্ষে মুখোমুখি হবে সৌদি আরবের ঘরোয়া লিগের দলগুলোর সম্মিলিত একাদশ।
পিএসজির হয়ে মাঠে নামবেন মেসি-নেইমার-এমবাপ্পেরা, অপরদিকে সৌদি অলস্টার একাদশের অধিনায়কত্ব করবেন রোনালদো। মেসি-রোনালদো একে অপরের মুখোমুখি হচ্ছেন প্রায় তিন বছর পর।
বাংলাদেশ সময় রাত ১১ টায় শুরু হবে ম্যাচটি, বাংলাদেশে কোনো টিভি চ্যানেলে দেখা যাবে না এটি। তবে ইন্টারনেটে স্ট্রিমিং করে দেখা যাবে যেকোনো জায়গা থেকে।
এই ম্যাচটি নিয়ে ফুটবলপ্রেমিদের আগ্রহ তুঙ্গে। সদ্যই বিশ্বকাপ জেতা লিওনেল মেসি আছেন ফুরফুরে মেজাজে, অপরদিকে ইউরোপের ফুটবল ছেড়ে মধ্য এশিয়ায় পাড়ি জমানো রোনালদোও ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে মুখিয়ে আছেন।
মেসি-রোনালদো একে অপরের সেরা প্রতিদ্বন্দ্বী ছিলেন প্রায় এক যুগ, ইউরোপে না হলেও এবার সৌদি আরবে আরেকবার মুখোমুখি হবেন দুজন। যেটি তাদের সম্ভাব্য শেষ মুখোমুখি লড়াই। তাই ম্যাচটি সর্বোচ্চ উপভোগ করতে চাইবেন মেসি-রোনালদো ভক্তকুল।
