'রোনালদোকে বুঝতে হবে ওর বয়স এখন ২৫ নয়'
সামনের ফেব্রুয়ারিতে ক্রিশ্চিয়ানো রোনালদোর বয়স দাঁড়াবে ৩৮ এ। যে বয়স হওয়ার আগেই অনেক খেলোয়াড় বুট তুলে রাখেন, তার থেকে বেশি বয়সেও খেলে চলেছেন পর্তুগিজ মহাতারকা। বিশ্বকাপের আগ পর্যন্তও তিনি ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়। এরপর বিভিন্ন বিতর্কিত কান্ড ঘটিয়ে ক্লাব ছাড়তে হয় রোনালদোকে।
শেষ পর্যন্ত সৌদি আরবের ক্লাব আল-নাসেরে জায়গা হয়েছে ৩৮ ছুঁই ছুঁই করা পর্তুগিজ মহাতারকার। বয়স ৩৮ হয়ে গেলেও এখনও অনেক তরুণ খেলোয়াড়ের তুলনায় ভালো ফিটনেস আছে তার। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা, এরিক ক্যান্টোনা এবার সমালোচনায় মুখর হয়েছেন রোনালদোর।
ম্যানচেস্টার ইউনাইটেডের বিখ্যাত ৭ নাম্বার জার্সির মালিক ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে রোনালদোর আগেই এই জার্সির নাম চারিদিকে ছড়িয়ে দিয়েছেন ডেভিড বেকহ্যাম, আর তারও আগে যার মাধ্যমে এইসবকিছুর শুরু, সেই ফরাসি তারকা এরিক ক্যান্টোনা ধুয়ে দিয়েছেন রোনালদোকে।
ক্যান্টোনার মতে, রোনালদোর বয়স ৩৮ হয়ে গেলেও তিনি নিজেকে এখনো ২৫ বছর বয়সী মনে করেন। কিন্তু তাকে এটা ভাবা বন্ধ করতে হবে বলে মন্তব্য ক্যান্টোনার, ' দুই ধরণের খেলোয়াড় আছে, একদল মনে করে বয়স হওয়ার পরেও তারা সব ম্যাচ খেলবে। আরেক দল জানে তারা এখন সব ম্যাচে সুযোগ পাবে না। কিন্তু তরুণ খেলোয়াড়দের সাহায্য করতে পারবে, সেইসাথে নিজেদের অভিজ্ঞতা ম্যাচে কাজে লাগানোর সুযোগও আসবে তাদের সামনে।'
রোনালদোকে নিজের চারপাশ থেকে শিক্ষা নেওয়ার উপদেশ দিয়েছেন ক্যান্টোনা, 'এসি মিলানে ইব্রাহিমোভিচ এখনো খেলছে, ওর বয়স ৪১। সে নতুন খেলোয়াড়দের সাহায্য করছে। ইউনাইটেডের রায়ান গিগস ছিলো, এসি মিলানে মালদিনিও এমন ছিলো। রোনালদোকে বুঝতে হবে, সে আর এখন ২৫ বছর বয়সে নেই।'
তাই রোনালদোকে বাস্তবতা মেনে নিয়ে চলতে হবে বলেও মন্তব্য করেন সাবেক ইউনাইটেড কিংবদন্তি, 'রোনালদোর উচিত বাস্তবতা মেনে নিয়ে চলা। ও সব ম্যাচ খেলবে না বলে অখুশি হওয়ার কিছু নেই। বরং এটিই এখন সত্য।'
যেকোনো সমালোচনার জবাব রোনালদো সাধারণত মুখে মুখেই দেন। এরিক ক্যান্টোনার এই চাঁছাছোলা মন্তব্যের জবাব দেন কিনা, সেটিই দেখার বিষয়।
