বেনজেমার ইনজুরি নিয়ে মিথ্যা বলায় ফ্রান্স কোচিং স্টাফের ওপর ক্ষুব্ধ তার বন্ধু

ফ্রান্স কোচিং স্টাফদের বিরুদ্ধে বিশ্বকাপ চলাকালে করিম বেনজেমার ইনজুরিতে থাকা নিয়ে মিথ্যা বলার অভিযোগ তুলেছেন তার বন্ধু এবং উপদেষ্টা করিম দিজাযিরি। খবর স্পোর্টসকিডার।
পাঁচ বছরের অধিক সময় ধরে জাতীয় দল থেকে নিষিদ্ধ ছিলেন রিয়াল মাদ্রিদ তারকা বেনজেমা। এরপর ২০২১ সালের মে মাসে আবার লে ব্লু'দের সাথে যোগ দেন তিনি।
তবে তার কাতার বিশ্বকাপ জেতার স্বপ্ন চূর্ণবিচূর্ণ হয়ে যায় খেলার আগেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে জানা যায় তিনি ইনজুরিতে আছেন। মাঝে গুঞ্জন ওঠে, ফিট হয়ে ওঠায় ফ্রান্সের বিশ্বকাপ মিশনে যোগ দেবেন এই তারকা ফরোয়ার্ড। কিন্তু সেটা গুঞ্জনই থেকে যায়। একইভাবে ফাইনালের আগে তার ফেরার খবরও বাস্তবে রূপ নেয়নি।
তবে, বিশ্বকাপ শেষ হওয়ার আগেই ৩৫ বছর বয়সী এই স্ট্রাইকারকে রিয়াল মাদ্রিদের প্রশিক্ষণে দেখা যায়। লা লিগা জায়ান্টসদের সাথে এক প্রীতি ম্যাচেও তার দেখা মিলেছিল। তাই তার চোটের সংবাদ নিয়ে ভক্তদের মাঝে সন্দেহ ছড়িয়ে পড়ে।
এই সন্দেহের আগুন আরও জ্বলে ওঠে, যখন তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের কথা জানান। বিশ্বকাপে হেরে যাওয়ার পরের দিন অবসরের এই ঘোষণা দেন বেনজেমা।
জাতীয় দল থেকে অবসরের ঘোষণায় বর্তমান ব্যালন ডি'অর জয়ী লিখেছেন, 'আমার চেষ্টা, ভুল মিলিয়েই আজ আমি এখানে দাঁড়িয়ে। এবং এসবের জন্য আমি গর্বিত। আমি আমার গল্প লিখেছি এবং আমাদের গল্প শেষ হচ্ছে।'
এই সংবাদ ফুটবল বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। ভক্তদের মনে হতে থাকল, ফ্রান্সের জাতীয় দল থেকে বেনজেমা স্বেচ্ছায় বিদায় নেননি। অভিযোগ ওঠে, দিদিয়ের দেশম তাকে এমনটা করতে বাধ্য করেছেন।
এরপর শোনা যায়, দিদিয়ের দেশমের পরিবর্তে কোচ হিসেবে জিনেদিন জিদান এলে তিনি তার এই সিদ্ধান্ত বদলাতে পারেন। তখন ভক্তদের সন্দেহ আরও পাকাপোক্ত হয়ে যায় যে, জাতীয় দল থেকে বেনজেমার বিদায় কোনো ইচ্ছাকৃত সিদ্ধান্ত নয়।
এই অভিযোগের প্রতিক্রিয়ায়, ফ্রান্সের জাতীয় দৈনিক পত্রিকা লে পারিসিয়েন ফ্রান্সের এসিস্ট্যান্স কোচ স্টিফেনের লগবুক প্রকাশ করে। সেখানে বেনজেমার উনজুরির কথা কিছুটা আসলেও, তা বিশ্বাস করতে নারাজ বেনুজেমার বন্ধু এবং উপদেষ্টা দিজাযিরি।
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লেখেন, 'ফ্রান্স ফুটবল দলের শিবির থেকে বিদায়ের এক সপ্তাহের পর বেনজেমা আবার অনুশীলন শুরু করে দেন। এর চারদিন পর রিয়াল মাদ্রিদের এক প্রীতি ম্যাচেও ৩০ মিনিট খেলেন। কিন্তু স্টিফেনের ভাষ্যমতে, ইনজুরির কারণে তিনি টুর্নামেন্টে থাকতে পারেননি! মিথ্যা বলা চালিয়ে যান, সত্যি প্রকাশ পেতে চলেছে।'
এছাড়াও, স্টিফেনের নয়, ডাক্তার ফ্যাঙ্ক লে গলের লগবুক প্রকাশ করা উচিত ছিল বলে দাবি করেন বেনজেমার বন্ধু।
'ডাক্তার ফ্যাঙ্ক লে গলের লগবুক প্রকাশ করা উচিত,' যোগ করেন তিনি।