'আমার জীবনে দেখা সেরা খেলোয়াড় মেসি'

বিশ্বকাপ জেতাটাই বাকি ছিলো তার, সেটিও জিতে নিয়েছেন কাতারে। সর্বকালের সেরার প্রশ্নে তাই লিওনেল মেসির পক্ষেই এখন ভোট অধিকাংশ ফুটবল বোদ্ধার। লিভারপুল কোচ জুর্গেন ক্লপও সেই দলেরই লোক।
বিশ্বকাপ জয়ের পর মেসির প্রশংসায় পঞ্চমুখ গোটা বিশ্ব। আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন করতে মেসিই যে মুখ্য ভূমিকা পালন করেছেন। আগে থেকেই মেসিভক্ত লিভারপুল কোচ জুর্গেন ক্লপ আরেকবার মনে করিয়ে দিলেন, তার জীবনে দেখা সেরা খেলোয়াড় মেসি।
বিশ্বকাপ জিতে মেসির নিজের জায়গা আরো পাকাপোক্ত করে নিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে ক্লপ বলেন, 'আমার জীবনে দেখা সেরা খেলোয়াড় মেসি। তার খেলা দেখে আমাদের শেখা উচিত কীভাবে দিনের পর দিন সর্বোচ্চ পর্যায়ে এইভাবে খেলে যাওয়া যায়।'
শুধু মেসিই নন, দল আর্জেন্টিনাও যে যোগ্য হিসেবেই বিশ্বকাপ জিতেছে সেটিও মনে করেন ক্লপ, 'আর্জেন্টিনা যোগ্য দল হিসেবেই জিতেছে। আপনি যদি তাদের দল এবং ফুটবল ঐতিহ্যের দিকে তাকান, তাহলে এটাই মনে হবে। তারা দীর্ঘদিন অপেক্ষা করেছে।'
বিশ্বকাপ না জিতলেও মেসি অনেকের কাছেই সর্বকালের সেরা হয়েই থাকতেন, জেতার পর নিজের জায়গাটা আরো শক্ত করে নিয়েছেন তিনি।