এক সেঞ্চুরিতে কয়েকটি রেকর্ড ভাঙলেন বাবর

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করার পথে বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। কিউইদের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নিয়েছেন বাবর।
কিছুদিন আগেই ইংল্যান্ডের কাছে ঘরের মাঠে ৩-০ তে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর পথ খুঁজতেই নেমেছে পাকিস্তান। করাচিতে প্রথম টেস্টের প্রথম দিন শেষে ৫ উইকেট হারিয়ে ৩১৭ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। অধিনায়ক বাবর আজম সেঞ্চুরি করার পাশাপাশি গড়েছেন বেশ কয়েকটি রেকর্ড।
যার প্রথম রেকর্ডটি হলো, এক বছরে সব ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলার। বাবর আজম এ বছর ২৫ টি পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছেন। যার মধ্যে রয়েছে ১৭ টি অর্ধশতক এবং ৮টি শতক। এর আগে এই রেকর্ড ছিল রিকি পন্টিংয়ের। অস্ট্রেলিয় কিংবদন্তি ২৪টি পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছিলেন ২০০৫ সালে।
৮ টি সেঞ্চুরি করার মাধ্যমে অধিনায়ক হিসেবে এক বছরে সর্বোচ্চ সেঞ্চুরি করার রেকর্ডও এখন বাবর আজমের। তিনি ভেঙ্গেছেন ব্রায়ান লারা, মাহেলা জয়াবর্ধনে, গ্রায়েম স্মিথ এবং স্টিভেন স্মিথদের রেকর্ড।
পাকিস্তানের হয়ে টেস্টে এ বছর সর্বোচ্চ রান সংগ্রাহকও এখন বাবর। তিন ফরম্যাট মিলিয়ে এ বছর করা তার ২৫৪২ রান পাকিস্তানের ইতিহাসে কোনো ব্যাটসম্যানের এক বছরে করা সর্বোচ্চ রান। বাবর পেছনে ফেলেছেন বর্তমান পাকিস্তান ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফকে।