মেসিদের ট্রফি উদযাপনে ঢুকে পড়া সল্ট বেকে নিয়ে তদন্ত করবে ফিফা

আর্জেন্টিনার বিশ্বকাপ জয় উদযাপনের সময় সবাই একটা বিষয় খেয়াল করেছেন হয়তো। আনহেল দি মারিয়া, ক্রিশ্চিয়ান রোমেরো, লিওনেল মেসিদের সঙ্গে ট্রফি নিয়ে ছবি তুলছেন একজন। ফুটবলের খোঁজখবর যারা রাখেন তারা এই ভদ্রলোককে চিনতে পারবেন নিশ্চয়ই। তিনি বিখ্যাত তুর্কি রন্ধনশিল্পী নুসারেত। যিনি সল্ট বে নামে পরিচিত।
বিশ্ববিখ্যাত অনেক ফুটবলার সময় পেলেই নুসারেতের রেস্তোরাঁয় ঢু মারেন। তাই তার সঙ্গে সখ্য গড়ে উঠেছে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, পল পগবা, কিলিয়ান এমবাপ্পেদের মতো খেলোয়াড়দের সঙ্গে।
তবে বিশ্বকাপ জয়ের উদযাপনে নুসেরাতের উপস্থিতিতে যে খুব একটা খুশি ছিলেন না আর্জেন্টিনার খেলোয়াড়রা, সেটি তাদের মুখভঙ্গিতেই প্রকাশ পাচ্ছিল। ৩৬ বছর পর জেতা পরম আরাধ্যের ট্রফি নিয়ে উল্লাসের সময় কেই বা উটকো ঝামেলা পছন্দ করে!
ভিডিও ফুটেজে দেখা যাচ্ছিল নুসেরাত রোমেরো-দি মারিয়ার হাত থেকে ট্রফি জোর করে নিয়ে ছবি তুলতে চাচ্ছিলেন। বিরক্ত হচ্ছিলেন আর্জেন্টাইন খেলোয়াড়েরা, সেটিও স্পষ্ট দেখা যাচ্ছিল।
এই বিষয়টি নিয়েই এখন তদন্ত করবে ফিফা। কীভাবে একজন বহিরাগত এভাবে ঢুকে গেলেন সেটি নিয়েই খোঁজ নিবে ফিফা। নুসেরাত কার মাধ্যমে মাঠে ঢুকেছেন সেটি বের করে তার জন্য শাস্তির ব্যবস্থাও করবে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।