রিয়াল মাদ্রিদে অনুশীলনে ক্লাবের সন্ধানে থাকা রোনালদো
সময়টা ভালো যাচ্ছে না ক্রিশ্চিয়ানো রোনালদোর। মৌসুমের শুরুতে তিনি ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়, কিন্তু মাঝপথে এসে এখন দলবিহীন তিনি। সেটির পেছনেও কারণ তার বিস্ফোরক সাক্ষাৎকার।
পিয়ার্স মরগানকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো তুলোধুনো করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান কোচ এরিক ট্যান হাগের, সাথে ধুয়ে দিয়েছেন ক্লাবের মালিকপক্ষকেও। এরপর আর তার সাথে সম্পর্ক রাখার প্রশ্নে যায়নি ইউনাইটেড। পারস্পারিক সমঝোতার ভিত্তিতে ক্লাব ছাড়ার পর নতুন ক্লাবের সন্ধানে আছেন রোনালদো।
মাঝে দিয়ে পর্তুগালের হয়ে বিশ্বকাপটাও গেছে যাচ্ছেতাই, দল বাদ পড়েছে কোয়ার্টার-ফাইনাল থেকে। ব্যক্তিগতভাবে রোনালদো করতে পেরেছেন মাত্র একটি গোল, তাও পেনাল্টি থেকে। অপরদিকে নিজের সবথেকে বড় প্রতিদ্বন্দী লিওনেল মেসি আর্জেন্টিনাকে নিয়ে উঠে গেছেন ফাইনালে, নিজেও খেলছেন দুর্দান্ত।
গুজব রটেছিল, রোনালদো পরবর্তী ক্লাব হিসেবে সৌদি আরবের আল নাসেরকে বেছে নিচ্ছেন। যেখানে বছরে বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২০০ কোটি টাকা পাওয়ার প্রস্তাব ছিল রোনালদোর সামনে। যদিও তিনি নিজেই এই খবর উড়িয়ে দিয়েছেন।
তবে যে ক্লাবের যান না কেন, পরবর্তী ধাপ শুরু করার আগে নিজেকে তো ফিট রাখা চাই। সেই উদ্দেশ্যই একক অনুশীলন শুরু করেছেন রোনালদো। সেটিও আবার কোথায়! তার পুরোনো ক্লাব রিয়াল মাদ্রিদের অনুশীলন মাঠে।
যদিও রিয়াল মাদ্রিদে ফেরার সম্ভাবনা একেবারেই ক্ষীণ, তবু মানুষ যেহেতু আশায় বাঁচে, তাই রোনালদো ও রিয়াল ভক্তদের মনে একটু হলেও প্রভাব ফেলেছে রোনালদোর এই সিদ্ধান্ত। তবে কী পুরোনো রাজ্যপাটে ফিরছেন পর্তুগিজ মহাতারকা?
রিয়াল মাদ্রিদের ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় তিনি, এই ক্লাবের হয়েই জিতেছেন ক্লাব ফুটবলের সব শিরোপা। ব্যক্তিগতভাবে যত অর্জন, তার বেশিরভাগও রিয়ালের হয়ে খেলেই জিতেছেন রোনালদো। তবে তার ফর্ম আর বয়স বিবেচনায় রিয়াল মাদ্রিদে ফিরে আসার সুযোগটা হয়তো শেষই হয়ে গিয়েছে।
তবে রোনালদোর অনুশীলন শুরু করা দেখে একটা জিনিস নিশ্চিত, হাল ছেড়ে দিতে এখনই রাজি নন তিনি।
