'এদের অবস্থা এখন মৃত প্রায়', সৌদি আরবের কাছে হারের পর সতীর্থদের নিয়ে মেসি

শুরুতেই মেসি গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দিলেও শেষ পর্যন্ত মঙ্গলবার গ্রুপ 'সি'-র ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে জিততে পারেনি তার দল। ২-১ গোলে হার দিয়ে এবারের বিশ্বকাপ শুরু করলো আর্জেন্টিনা। হারের পর দলের সদস্যদের অবস্থাকে 'মৃতপ্রায়' বলেই উল্লেখ করলেন তিনি। খবর আর্জেন্টিনার পত্রিকা ক্লারিন-এর।
প্রতিবেদন থেকে জানা যায়, হারের পর লুসাইল স্টেডিয়ামের লকার রুমে প্রায় এক ঘণ্টার মত ছিল আর্জেন্টিনা দল। এই রুম থেকে বের হওয়ার সময়ই সতীর্থদের ম্যাচ পরবর্তী অভিব্যক্তি জানতে চাওয়া হয় মেসির কাছে।
তাদের হতাশার কথা ব্যক্ত করে মেসি বলেন, 'তাদের আসল অনুভূতি? মৃতপ্রায়। এই হার বেশ কঠিন এক ধাক্কা। আমরা এভাবে (বিশ্বকাপ) শুরুর আশা করিনি।'
'সবকিছুর পেছনেই কারণ থাকে। সামনে যা আসছে তার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। আমাদের জিততে হবে এবং তা আমাদের উপরই নির্ভর করে।' বলেন মেসি।
ক্লারিনের প্রতিবেদন অনুযায়ী, কাতারের ন্যাশনাল ইউনিভার্সিটিতে যাওয়ার পথে এ কথা বলেন মেসি।
তিনি আরো বলেন, আর্জেন্টিনা দল 'কী দিয়ে তৈরি, কিভাবে আগের চেয়ে আরো বেশি শক্তিশালী হয়ে উঠতে পারে, এবং কিভাবে সামনে এগিয়ে যেতে পারে' তার একটি সুযোগ এই হার।
এদিকে, দলটির অনুশীলনের সময়েও এসেছে পরিবর্তন। আর্জেন্টিনা এখন পর্যন্ত সন্ধ্যা ৬টায় বা বিকেল ৩টায় অনুশীলন করেছে। তবে বুধবার স্থানীয় সময় বেলা ১১টায় অনুশীলন করে তারা।
আগামী ২৭ নভেম্বর মেক্সিকোর বিরুদ্ধে মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর ১ ডিসেম্বর মেসিরা খেলতে নামবে পোল্যান্ডের বিরুদ্ধে।