টি-টেন লিগে বাংলা টাইগার্সের আইকন সাকিব

বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি বিদেশি লিগে খেলার অভিজ্ঞতা সাকিব আল হাসানের। নামি দামি সব লিগেই খেলেছেন তিনি। এবার টি-টেন লিগেও খেলতে যাচ্ছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। আবু ধাবি টি-টেন লিগে বাংলাদেশি মালিকানার দল বাংলা টাইগার্সের হয়ে খেলবেন সাকিব। দলটির আইকন ক্রিকেটার করা হয়েছে তাকে।
এর আগে একবারই ১০ ওভারের ক্রিকেটে খেলেছেন সাকিব। তবে সেটা শারজাহ টি-টেন লিগে। ২০১৭ সালের ওই আসরে কেরালা নাইটসের হয়ে ৫টি ম্যাচ খেলেন তিনি। প্রথমবারের মতো আবু ধাবি টি-টেন লিগে খেলতে যাচ্ছেন বাংলাদেশ অলরাউন্ডার। ৬০ বলের এই টুর্নামেন্টে খেলতে মুখিয়ে আছেন সাকিব।
বাংলা টাইগার্সের সংবাদ বিজ্ঞপ্তিতে সাকিব বলেন, 'ক্রিকেটের নবীনতম সংস্করণে এটিই হবে আমার প্রথম মৌসুম এবং বাংলা টাইগার্সে যোগ দিতে পেরে আমি রোমাঞ্চিত। এটা আমার জন্য নতুন চ্যালেঞ্জ। নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে সব সময়ই উপভোগ করি। আশা করি, এই চ্যালেঞ্জে সফল হব ও বাংলা টাইগার্সের হয়ে নতুন ইতিহাস গড়ব।'
বাংলা টাইগার্সের হয়ে খেলার খবরটি সাকিব নিজেও জানিয়েছেন। দলটির জার্সি পরা একটি ছবি পোস্ট করে নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, 'টি-টেন লিগের আগামী মৌসুমে আইকন ক্রিকেটার হিসেবে বাংলা টাইগার্সের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত। বাংলাদেশকে বিশ্বজুড়ে প্রতিনিধিত্ব করছে, এমন একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা সব সময়ই দারুণ অনুভূতির। নতুন অভিজ্ঞতার অপেক্ষায় থাকব আমি।'
২৩ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে সাকিবকে কতটা সময় দলে পাবে বাংলা টাইগার্স, তা নিয়ে আছে সংশয়। কারণ সে সময় জাতীয় দলের খেলা থাকবে। টেস্ট এবং ওয়ানডে সিরিজ খেলতে নভেম্বরের শেষ দিকে বাংলাদেশে আসবে ভারত।
আবু ধাবি টি-টেন লিগের সর্বশেষ আসরেও দল গড়ে বাংলা টাইগার্স। ওই আসরে প্রধান কোচের দায়িত্ব পালন করেন জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান আফতাব আহমেদ। এবারও তাকে একই ভূমিকায় রেখেছে দলটি। বাংলা টাইগার্সে মেন্টরের ভূমিকায় থাকবেন দেশের প্রবীণ ক্রিকেট কোচ নাজমুল আবেদীন ফাহিম।