১০ ওভারের ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আগের ম্যাচেই সিরিজ হার নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি নিতান্তই নিয়ম রক্ষার ম্যাচে পরিণত হয়েছে। অকল্যান্ডে অনুষ্ঠেয় এই ম্যাচে টস ভাগ্য পক্ষে এসেছে বাংলাদেশের। টস জিতে বোলিংয়ে নামছে বাংলাদেশ।
অকল্যান্ডে বৃষ্টির কারণে আড়াই ঘণ্টা পর টস অনুষ্ঠিত হয়। সময় স্বল্পতার কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে এসেছে। ম্যাচটি হবে ১০ ওভারের।
বাঁ ঊরুতে টান পড়ায় এই ম্যাচে খেলছেন না টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তার অবর্তমানে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস। মাহমুদউল্লাহর জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন নাজমুল হোসেন শান্ত।
একাদশে আরও পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও মোহাম্মদ মিঠুন। জায়গা হয়েছে রুবেল হোসেন ও মোসাদ্দেক হোসেন সৈকতের।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), নাঈম শেখ, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, উইল ইয়ং, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, টিম সাউদি (অধিনায়ক), টড অ্যাস্টল, লকি ফার্গুসন ও অ্যাডাম মিলনে।