সীমিত আকারে খেলাধুলা শুরুর অনুমতি

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ আছে দেশের সব ধরনের খেলাধুলা। গত মার্চের পর দেশে কোনো ধরনের খেলা অনুষ্ঠিত হয়নি। পরিস্থিতির উন্নতি হওয়ায় দেশের সকল পর্যায়ে খেলাধুলা ও প্রশিক্ষণ কার্যক্রম সীমিত আকারে চালুর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
খেলাধুলা শুরু করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মতামত চেয়ে চিঠি পাঠিয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মতামতে সবুজ সঙ্কেত দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তবে খেলাধুলা শুরু করতে ক্রীড়া মন্ত্রণালয়কে ১০টি শর্ত দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
সব শর্ত মেনে খেলাধুলা চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে ক্রীড়া মন্ত্রণালয়। সোমবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সোমবার জরুরী এক বৈঠক শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, 'বিশ্বের অনেক দেশ করোনা সংক্রমণ কমে যাওয়ার প্রেক্ষিতে স্বাস্থ্যবিধি মেনে খেলাধুলা ও প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে। আমাদের দেশেও করোনা সংক্রমণের হার নিম্নমুখী।'
'এ প্রেক্ষিতে, আমরা খেলাধুলা ও প্রশিক্ষণ কার্যক্রম চালুকরণের বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মতামত চেয়ে পত্র প্রেরণ করি। স্বাস্থ্য অধিদফতর দশটি শর্তে সীমিত আকারে খেলাধুলা আয়োজন ও প্রশিক্ষণ কার্যক্রম চালুর বিষয়ে মতামত প্রদান করেছে।'
এই অনুমতির আগেই অবশ্য ক্রিকেটাররা অনুশীলন শুরু করেছেন। স্বাস্থ্যবিধি মেনে ক্রিকেটারদের একক অনুশীলনের ব্যবস্থা করে দিয়েছে বিসিবি। গত ৫ আগস্ট থেকে শুরু হয়েছে জাতীয় ফুটবল দলের অনুশীলন ক্যাম্পও।