শেষ আটে বার্সা-বায়ার্ন, চেলসির বিদায়

আগের লেগে নাপোলির মাঠ থেকে ১-১ গোলে ড্র করে এসেছিল বার্সেলোনা। পরের লেগে ঘরের মাঠের বার্সার বিপক্ষে আর কুলিয়ে উঠতে পারলো না ইতালিয়ান দলটি। মেসিময় ম্যাচে নাপোলিকে ৩-১ গোলে হারিয়েছে কাতালানরা। দুই লেগ মিলিয়ে ৪-২ অ্যাগ্রিগেটে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে উঠে গেছে বার্সেলোনা।
শনিবার রাতের অন্য ম্যাচে চেলসিকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠে চেলসিকে ৪-১ গোলে হারিয়েছে জার্মান চ্যাম্পিয়নরা। দুই লেগ মিলিয়ে ৭-১ গোলের বিশাল ব্যবধান নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বায়ার্ন।
এই দুই ম্যাচের পর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের লাইন আপ চূড়ান্ত হয়েছে। শেষ আটে আগামী ১৩ আগস্ট মুখোমুখি হবে প্যারিস সেইন্ট জার্মেই-আতালান্তা। ১৪ আগস্ট অ্যাটলেটিকো মাদ্রিদের প্রতিপক্ষ আরবি লেইপজিগ।
শেষ আটের লড়াইয়ে ১৫ আগস্ট বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে বার্সেলোনা। ১৬ আগস্ট ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ লিঁও। করোনাভাইরাসের কারণে সংক্ষিপ্ত সময়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগ শেষ করার সিদ্ধান্ত নেওয়ায় কয়েকদিন পরপরই ম্যাচ থাকছে আসরটির।
শনিবার রাতে ঘরের মাঠের বার্সেলোনার বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারেনি নাপোলি। শুরু থেকেই তাদের চেপে ধরে কাতালানরা। ম্যাচের ১০ মিনিটেই দারুণ হেডে নাপোলির জালে বল পাঠান ক্লিমেন্ট লংলে।
২৩ মিনিটে অসাধারণ এক গোলে ব্যবধান দ্বিগুন করেন লিওনেল মেসি। ডিবক্সের মধ্যে ঢুকে নাপোলির কয়েকজন খেলোয়াড়কে পরাস্থ করে কোনাকুনি শটে গোল করেন মেসি।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ডিবক্সের মধ্যে মেসিকে ফাউল করলে পেনাল্টি পায় বার্সা। স্পট কিক থেকে গোল করেন লুইস সুয়ারেজ। অতিরিক্তে সময়ে পেনাল্টি পায় নাপোলিও। স্পট কিক থেকে নাপোলির হয়ে একমাত্র গোলটি করেন লরেঞ্জো ইনসিগনে।
অন্য ম্যাচে চেলসির বিপক্ষে বায়ার্নও শুরুর দিকেই এগিয়ে যায়। ১০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রবার্ট লেফানোডস্কি। ২৪ মিনিট ব্যবধান দ্বিগুন করেন ইভান পেরিসিক। প্রথমার্ধের শেষ মুহূর্তে গোল করে ব্যবধান কমান চেলসির ইংলিশ স্ট্রাইকার ট্যামি আব্রাহাম।
যদিও ব্যবধান কম থাকেনি। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল হজম করতে হয় চেলসিকে। ৭৬ মিনিটে বায়ার্নের হয়ে তৃতীয় গোলটি করেন কোরেনটিন টোলেসো। ৮২ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন লেফানোডস্কি।