মুমিনুলের আঙুলের অস্ত্রোপচার দুবাইতে

সবাই যখন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ খেলায় ব্যস্ত, মুমিনুল হক তখন দুবাইতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ডানহাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে টিকে পড়া বাংলাদেশের টেস্ট অধিনায়কের আঙুলের অস্ত্রোপচার হবে দুবাইতে। আগামী ৮ ডিসেম্বর বাঁহাতি এই ব্যাটসম্যান ছুরিকাঁচির নিচে যাবেন বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডে মুমিনুলের আঙুলে অস্ত্রোপচার করানোর পরিকল্পনা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। কিন্তু এই দুই দেশে কোয়ারেন্টিনের বাধ্যবাধকতা থাকায় সেই পরিকল্পনা থেকে সরে আসে বিসিবি। দুবাইতে কোয়ারেন্টিন নিয়ে জটিলতা না থাকায় মুমিনুলকে সেখানে পাঠানো হচ্ছে।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি বলেন, 'ওর হাতে যে অস্ত্রোপচার লাগবে, সেটা আগেই জানিয়েছি আমরা। আমরা দেখছিলাম ঝামেলাহীনভাবে কোন দেশে সফর করা সম্ভব। সব বিবেচনা করে আমরা মুমিনুলকে দুবাই পাঠানোর ব্যবস্থা করেছি। এখানে কোয়ারেন্টিনের তেমন কোনো বাধ্যবাধকতা নেই।'
৬ ডিসেম্বর ভিসা পেতে পারেন মুমিনুল। তার হাতে অস্ত্রোপচার হবে এর দুদিন পর। দেবাশীষ চৌধুরী বলেন, 'ভিসার জন্য আবেদন করেছে মুমিনুল। ভিসা প্রসেসিং থেকে শুরু করে সবকিছু ঠিক থাকলে ৮ ডিসেম্বর অস্ত্রোপচার হবে তার আঙুলে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে ফিট মুমিনুলকে পেতে দ্রুততার সঙ্গে তাকে বিদেশে পাঠানো হচ্ছে।'
গত শনিবার জেমকন খুলনার বিপক্ষে ফিল্ডিংয়ের সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পান গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে খেলা মুমিনুল। এক্সরেতে চিড় ধরা পড়ে তার আঙুলে। চার সপ্তাহের আগে মাঠে ফেরার সুযোগ নেই বাঁহাতি এই ব্যাটসম্যানের। এমনকি জানুয়ারিতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও মুমিনুলের খেলা নিয়ে শঙ্কা জেগেছে।