ভারতে নিজ চোখে দেখা করোনার ভয়াবহতার বর্ণনা দিলেন ওয়ার্নার

ভারতে যখন আইপিএল চলে, দেশটিতে তখন করোনাভাইরাস ভয়াবহ রূপ ধারণ করেছে। প্রতিদিন কয়েক লাখ মানুষ করোনায় আক্রান্ত হচ্ছিলেন, মারা যাচ্ছিলেন কয়েক হাজার করে। অক্সিজেনের জন্য তখন সবখানে হাহাকার, মিলছিল না আইসিইউ। দেশটিতে ঠিক কী অবস্থা চলছিল, আইপিএল খেলতে গিয়ে সেটার কিছুটা দেখেছেন ডেভিড ওয়ার্নার। এতেই তার মনে হয়েছে, ওসব দৃশ্য দেখা ভয়াবহ অভিজ্ঞতা ছিল।
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা অস্ট্রেলিয়ান এই ওপেনার হোটেল থেকে মাঠে যাওয়ার পথে দেখেছেন লাশের সারি। স্বজনদের লাশের শেষকৃত্য করতে রাস্তায় মানুষের সারিবদ্ধ হয়ে দাঁড়ানোর দৃশ্য দেখে এক ধরনের ট্রমাতেই পড়ে গিয়েছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। একটি অনুষ্ঠানে এসব অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন ওয়ার্নার।
অজি ওপেনার বলেন, 'অক্সিজেন নিয়ে ভারতে যা হচ্ছিল, সেসব টিভিতে দেখার পর সেখানকার মানুষদের মনে প্রভাব পড়বে সেটাই স্বাভাবিক। স্বজনদের লাশের শেষকৃত্য করতে মানুষ রাস্তায় সারিবদ্ধ হয়ে দাঁড়াচ্ছিল, মাঠে যাওয়ার সময় এই দৃশ্য আমরা বেশ কয়েকবার দেখেছি। এটা দেখা খুবই ভয়াবহ ও আতঙ্কজনক অভিজ্ঞতা ছিল। সত্যিই খারাপ লাগছিল।'
ওই অবস্থায় আইপিএল স্থগিত করার সিদ্ধান্ত সঠিক ছিল বলে মনে করেন ওয়ার্নার। তিনি বলেন, 'মানবিক দিক থেকে আইপিএল স্থগিত করার সিদ্ধান্ত সঠিক ছিল। জৈব সুরক্ষা বলয়ে থেকে যাতায়াত, বিমানে ওঠা-নামা করা কঠিন হয়ে পড়ছিল। তবে ভারতে সবাই ক্রিকেট ভালোবাসে, তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে। খুবই কঠিন অবস্থা ছিল, ওখান থেকে যতো দ্রুত সম্ভব বের হয়ে আসা জরুরি হয়ে পড়েছিল।'
করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিত করতে বাধ্য হয় বিসিসিআই। জৈব সুরক্ষা বলয়ে থেকেও কয়েকটি দলের ক্রিকেটার, সাপোর্ট স্টাফরা করোনা আক্রান্ত হয়ে পড়ায় গত ৪ মে ঘরোয়া ক্রিকেটের জমজমাট এই আসরটি স্থগিত করা হয়। এরপর দেশে ফেরার তাড়া শুরু হয় ক্রিকেটারদের।
এই পক্রিয়ায় অনেককেই ঝামেলা পোহাতে হয়েছে। সংক্রমণরোধে ভারত থেকে অস্ট্রেলিয়ায় বিমান চলাচল নিষিদ্ধ করে রাখে অস্ট্রেলিয়া সরকার। এমনকি ভারত থেকে সরাসরি অস্ট্রেলিয়া ফেরার পথও বন্ধ রেখেছিল দেশটি। এ কারণে মালদ্বীপে গিয়ে ১৪ দিনের কোয়ারেন্টিন করে দেশে ফিরতে হয় অস্ট্রেলিয়ার ক্রিকেটার, কোচ, ধারাভাষ্যকারদের।