বুকে ব্যথা নিয়ে ফের হাসপাতালে সৌরভ

বুকে ব্যথা নিয়ে ফের হাসপাতালে ভর্তি হলেন সৌরভ গাঙ্গুলী।
কলকাতার দৈনিক আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার দুপুরে ইএম বাইপাসের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
সৌরভের পরিবারের একটি সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার জানায়, মঙ্গলবার রাত থেকেই বুকে ব্যথা অনুভব করেন বিসিসিআই প্রেসিডেন্ট। বুধবার দুপুরে ব্যথা বাড়লে কোনও ঝুঁকি না নিয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। গ্রিন করিডর করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। তবে এই মুহূর্তে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গেছে।