বার্সেলোনায় মেসির সঙ্গে খেলবেন রোনালদো?
তাদের দ্বৈরথ বেশ পুরনো। গত কয়েক বছর ধরে সেরার প্রশ্নে তাদের নামই আসে। কে সেরা, ফুটবল বিশ্বের সবচেয়ে বড় তর্কও এখন এটা। লম্বা সময় ধরে খেলেছেন চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের হয়ে। যে দুজনকে নিয়ে এতো তর্ক, সেই লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোই এক ক্লাবে খেলতে যাচ্ছেন! কল্পনার মতো শোনালেও ফুটবল বিশ্বে এখন এমনই গুঞ্জন।
গুঞ্জনে বলা হচ্ছে, অনেকদিন ধরেই জুভেন্টাস ছাড়তে চাচ্ছেন রোনালদো। এমনকি জুভেন্টাসও রোনালদো ছেড়ে দিতে চায়। কারণ রোনালদোর পেছনে বছরে ৩০ মিলিয়ন ডলার খরচ জুভেন্টাসের। এমন খরচের চাপ আর নিতে পারছে না ইতালিয়ান ক্লাবটি। যে কারণে রোনালদোকে বিক্রি করতে বার্সেলোনাকে প্রস্তাব দিয়েছে জুভেন্টাস।
যদিও গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল জুভেন্টাস ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) পাড়ি জমাতে পারেন রোনালদো। জুভেস্টাসের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা দুই মৌসুমে শেষ চারে উঠতে না পারায় নতুন চ্যালেঞ্জ হিসেবে পিএসজিকে বেছে নিতে চেয়েছিলেন রোনালদো। একই কারণে পর্তুগিজ তারকা এই ফুটবলারকে নিয়ে নাকি জুভেন্টাসও কিছুটা নাখোশ।
রোনালদোর পিএসজিতে যাওয়ার গুঞ্জন যখন বেড়েই যাচ্ছিল, তখনই নতুন গুঞ্জনের জন্ম দিয়েছেন বিখ্যাত স্প্যানিশ সাংবাদিক গিয়েম বালাগ। বিসিবিকে দেওয়া তার সাক্ষাৎকারের পরই বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমে রোনালাদোর জুভেস্টাস ছাড়ার খবর প্রকাশ শুরু হয়।
ক্রিস্টিয়ানো রোনালদো: দ্য বায়োগ্রাফি- বইটির লেখক বালাগ। রোনালদো সম্পর্কে তার জানাশোনা অনেকের চেয়েই বেশি। যে কারণে রোনালদোর জুভেন্টাস ছাড়া সম্পর্কে জানতে বালাগের কাছে প্রশ্ন রেখেছিল বিসিবি। তিনি যে উত্তর দিয়েছেন, তাতে রীতিমতো হইচই পড়ে গেছে।
বালাগ বলেছেন, 'ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে পিএসজিকে মিলিয়ে গুঞ্জন সৃষ্টি হওয়ার কারণ কিন্তু এটা নয় যে পিএসজি তাকে দলে নিতে চায়। বরং জর্জ মেন্ডেসকে (রোনালদোর এজেন্ট) বলা হয়েছে যেন রোনালদোর জন্য একটা দল খুঁজে বের করেন তিনি।'
মূলত খরচ কমাতেই রোনালদোকে ছেড়ে দিতে চায় জুভেস্টাস। বালাগ বলেছেন, 'রোনালদোর বেতনের হাত থেকে মুক্তি চায় জুভেন্টাস। তাদের অবস্থা এতটাই খারাপ হয়েছে। রোনালদোকে ছেড়ে দেওয়ার জন্য সব ক্লাবের সঙ্গেই যোগাযোগ করা হচ্ছে, বার্সেলোনার সঙ্গেও!'
তবে কি বার্সেলোনার জার্সিতে দেখা যাবে রোনালদোকে? বালাগ অবশ্য এই ট্রান্সফারকে অনেক কঠিন বলছেন। তার মতে, 'আমার মনে হয় না এত সহজে রোনালদোকে ছাড়তে পারবে ওরা (জুভেন্টাস)। যে পরিমাণ বেতন পায় সে! কর দেওয়ার পরও রিয়ালে ২৩ মিলিয়ন পেত। জুভেন্টাসেও এমনই পায়। এত টাকা কোন দল খরচ করবে?'
