বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডের তারিখ পরিবর্তন

তৃতীয় দফায় আগামী এপ্রিলে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। শেষ দফার এই সফরে পাকিস্তানের বিপক্ষে একটি ওয়ানডে ও টেস্ট ম্যাচ খেলার কথা বাংলাদেশের। করচিতে টেস্টের আগে অনুষ্ঠেয় ওয়ানডে ম্যাচটির তারিখ পরিবর্তন করা হয়েছে।
আগের সূচি অনুযায়ী ৩ এপ্রিলে একমাত্র ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু দুই দিন এগিয়ে ম্যাচটি ১ এপ্রিল অনুষ্ঠিত হবে। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ওয়ানডে ম্যাচটি দুইদিন এগিয়ে আসায় বাংলাদেশের পাকিস্তান যাওয়ার সূচিতেও পরিবর্তন আনতে হচ্ছে। ১ এপ্রিল যাওয়ার পরিকল্পনা থাকলেও বাংলাদেশ ২৯-৩০ মার্চ পাকিস্তানের উদ্দেশে রওনা দিতে পারে।
হঠাৎ এই তারিখ পরিবর্তনের কারণ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুরোধ করার কথা জানিয়েছে পিসিবি। টেস্টের প্রস্তুতি ভালোভাবে নিতে পিসিবিকে ওয়ানডে ম্যাচটি এগিয়ে আনার অনুরোধ করে বিসিবি। তাদের অনুরোধে সাড়া দিয়ে ম্যাচটি দুদিন এগিয়েছে স্বাগতিক দেশটি।
আগের সূচি অনুযায়ী তৃতীয় দফার পাকিস্তান সফরে বাংলাদেশকে ৮ দিন থাকতে হতো। নিরাপত্তা ইস্যুতে সবচেয়ে কম সময়ে পাকিস্তান সফর শেষ করার কথা বলেছিল বিসিবি। কিন্তু দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি এবার অনুরোধ করে দুদিন বাড়িয়ে নিল। শেষ ম্যাচটি পাঁচদিনে গড়ালে নতুন সূচি অনুযায়ী পাকিস্তানে ১০ দিন থাকতে হবে বাংলাদেশকে।
যদিও বাংলাদেশের তৃতীয় দফার পাকিস্তান সফরটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাকিস্তানে পাঁচজন করোনা ভাইরাস আক্রান্ত রোগীকে সনাক্ত করা হয়েছে। এরমধ্যে দুজন আছেন ওয়ানডে ও টেস্টের ভেন্যু করাচিতেই। যে কারণে এই সফরের ব্যাপারে নতুন করে ভাবছে বিসিবি।
এ বিষয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়্যারম্যান জালাল ইউনুস বলেছেন, 'করাচিতে করোনা ভাইরাস আক্রান্ত রোগী থাকাটা আমাদের জন্য চিন্তার কারণ। পরিস্থিতি পর্যবেক্ষণ করছি আমরা। আমাদের প্রধান নির্বাহী পিসিবির সঙ্গে কথা বলবে। সবকিছু পর্যবেক্ষণ শেষেই আমরা সিদ্ধান্ত নেব। হাতে সময় থাকায় আমরা বুঝে-শুনেই সিদ্ধান্ত নিতে পারব।'
ওয়ানডে ম্যাচটি এগিয়ে এলেও টেস্ট ৫ এপ্রিল থেকেই শুরু হবে। টেস্টের প্রস্তুতি নিতে মাঝের কয়েকদিন কাজে লাগাবে বাংলাদেশ।