বাতিস্তুতার রেকর্ড ভাঙার দিনে মেসির আরেক রেকর্ড
ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমি-ফাইনাল খেলতে নেমে একসাথে দুটো রেকর্ড করেছেন লিওনেল মেসি। রেকর্ডের বরপুত্র এখন যেকোনো ম্যাচে খেলতে নামলেই যেন রেকর্ড গড়ছেন। আরো দুটি নতুন রেকর্ডের মালিক হলেন মেসি।
ম্যাচের আগেই একটি রেকর্ড হবে সেটা নিশ্চিত ছিল, ম্যাচের মধ্যে অপর রেকর্ডটি গড়েছেন আর্জেন্টিনা অধিনায়ক।
প্রথম রেকর্ডটি হল বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলার। এতদিন যা দখলে ছিল জার্মানির লোথার ম্যাথাউসের। নিজের পঞ্চম বিশ্বকাপ খেলা মেসি ক্রোয়েশিয়া ম্যাচ নিয়ে খেলছেন তার ২৫ তম ম্যাচ। ম্যাথাউসও ৫ বিশ্বকাপ খেলে রেকর্ডটি গড়েছিলেন।
সেমি-ফাইনালে জিতলে ফাইনাল খেলার মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড হবে কেবলই মেসির। সেমি-ফাইনালে হারলেও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও থাকবে সেই মাইলফলক গড়ার সুযোগ।
দ্বিতীয় যে রেকর্ডটি গড়েছেন তাতেই বেশি খুশি হওয়ার কথা মেসির। ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করার মাধ্যমে মেসি হয়ে গেছেন বিশ্বকাপে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা। কাতার বিশ্বকাপে এটি মেসির পঞ্চম গোল, আর সব মিলিয়ে ১১ তম।
নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে গোল করার পরেই গ্যাব্রিয়েল বাতিস্তুতার সমান ১০ গোল হয়ে গিয়েছিল মেসির। ক্রোয়েশিয়ার বিপক্ষে পূর্বসুরিকে ছাড়িয়ে গেলেন মেসি।
