পর্তুগালের ম্যাচে কেন আর্জেন্টিনার রেফারি, প্রশ্ন পেপের
মরক্কোর বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে হেরে কাতার বিশ্বকাপের শেষ আট থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। নিজের শেষ বিশ্বকাপে স্বপ্নের ট্রফি ছোঁয়া হল না ক্রিশ্চিয়ানো রোনালদোর।
মরক্কোর কাছে হেরে নিজের শেষ বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের। আগের দিন লিওনেল মেসি রেফারিং নিয়ে প্রশ্ন তোলার পর এবার কথা বললেন পর্তুগাল ডিফেন্ডার পেপে।
হারের পর ম্যাচের রেফারি নিয়ে প্রশ্ন তুলেছেন পর্তুগালের ডিফেন্ডার পেপে। মরক্কোর বিপক্ষে পর্তুগালের এই ম্যাচে রেফারি ছিলেন আর্জেন্টিনার ফাকুন্দো তেয়ো। তাকে নিয়েই সমস্যা পেপের।
নেদারল্যান্ডস-আর্জেন্টিনা ম্যাচের রেফারি মাতেও লাহোজকে নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন লিওনেল মেসি, এবার মেসির দেশের রেফারি নিয়ে ক্ষোভ ঝাড়লেন পেপে, 'আমি জানিনা কেন আমাদের ম্যাচে আর্জেন্টিনার রেফারিকে দেওয়া হল। বিশেষ করে গতকালই যখন মেসি রেফারিং নিয়ে কথা বলেছে।'
নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের পরিমাণ নিয়েও খুশি নন পেপে, 'দ্বিতীয়ার্ধে সেভাবে কোনো খেলাই হয়নি। অথচ মাত্র ৮ মিনিট অতিরিক্ত হিসেবে দেওয়া হয়েছে। আমরা এখানে আসার জন্য কঠোর পরিশ্রম করেছি। আমরা জেতার মতো দল ছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটি সম্ভব হয়নি।'
মেসির পর রেফারিং নিয়ে পেপের এমন অভিযোগের পর ফিফা কী ব্যবস্থা নেয় সেটিই এখন দেখার বিষয়।
