'রোনালদোকে হালকাভাবে নেওয়া বোকামি'
সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ক্রিশ্চিয়ানো রোনালদোর। বিশ্বকাপের আগে থেকেই মাঠ এবং মাঠের বাইরের নানা কান্ডে বিতর্কিত হচ্ছেন পর্তুগিজ মহাতারকা।
কাতার বিশ্বকাপেও ৩ ম্যাচ খেলে মাত্র একটি গোল রোনালদোর, সেটিও পেনাল্টি থেকে। কিন্তু তবুও রোনালদোকে হালকাভাবে নেওয়া বোকামি বলে মনে করেন সুইজারল্যান্ড তারকা জেরদান শাকিরি।
শেষ ষোলোর ম্যাচে আজ মুখোমুখি হবে পর্তুগাল এবং সুইজারল্যান্ড। নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হওয়া পর্তুগিজদের বিপক্ষে খেলার আগে উজ্জীবিত ব্রাজিলের সমান ৬ পয়েন্ট পেয়েও গোল পার্থক্যে রানার্স-আপ হওয়া সুইসরা।
পর্তুগালের সেরা অস্ত্র ক্রিশ্চিয়ানো রোনালদো নেই তার সেরা ফর্মে, কিন্তু সেটি সত্ত্বেও তাকে হালকা করে নেওয়ার কথা ভাবতেই পারছেন না শাকিরি, সুইস তারকা বলেন, 'রোনালদো এমন একজন খেলোয়াড় যে কিনা ম্যাচের যে কোনো সেকেন্ড কিংবা মিনিটে গোল করতে পারে। খেলার ধারা ঘুরিয়ে দিতে ওর এক মুহূর্তই যথেষ্ট। তার অভিজ্ঞতাও দুর্দান্ত, মেসির সঙ্গে রোনালদো বিশ্বের সেরা খেলোয়াড়, আমাদের অবশ্যই সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।'
তবে এক রোনালদোর দিকে মনোযোগ দিতে যেয়ে পর্তুগালের অন্য তারকাদের দিকে যে কম তাকাবে সুইজারল্যান্ড, তেমনটা হওয়ার সুযোগ দেখছেন না শাকিরি।
