ফ্রান্স ফেডারেশনকে করা ফিফার জরিমানা শোধ করবেন এমবাপ্পে!
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ম্যান অব দ্য ম্যাচের উপস্থিত থাকা বাধ্যতামূলক, কিন্তু ডেনমার্ক এবং পোল্যান্ডের বিপক্ষে ম্যান অব দ্য ম্যাচ হয়েও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না কিলিয়ান এমবাপ্পে। যে কারণে শাস্তি হিসেবে ফ্রান্স ফুটবল ফেডারেশনকে ফিফার জরিমানার মুখে পড়তে হচ্ছে।
তবে তার ভুলের জন্য ফ্রান্স ফুটবল ফেডারেশনকে জরিমানা দিতে হবে না বলে জানিয়েছেন এমবাপ্পে, কারণ তিনি নিজেই জরিমানার টাকা শোধ করবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত হতে না পারা প্রসঙ্গে এমবাপ্পে বলেন, 'আমার পূর্ণ মনোযোগ বিশ্বকাপের দিকে। তাই মাঠের বাইরের বিষয়ে ভুল হতেই পারে। আমি যখন কোনো কিছুতে মনোযোগী থাকি তখন শুধুমাত্র সেটির প্রতিই দায়বদ্ধ থাকি।'
নিজেদের বিশ্বচ্যাম্পিয়নের মর্যাদা ধরে রাখতে বদ্দ পরিকর কাতার বিশ্বকাপে ইতোমধ্যে ৫ গোল করা এমবাপ্পে, 'আমাদের লক্ষ্য থেকে এখনো বেশ দূরে আমরা। বিশ্বকাপের উপরে আর কিছুই নেই, শিরোপা ধরে রাখার দিকেই নজর আমাদের।'
দুর্দান্ত ফর্মে থাকা এমবাপ্পে যখন বলেছেন, ফ্রান্সকে থামাতে বেশ বেগই পেতে হবে প্রতিপক্ষের।
