নকআউট পর্বে নেইমার খেলবেন কি না তার সিদ্ধান্ত ব্রাজিল-ক্যামেরুন ম্যাচের পর
কাতার বিশ্বকাপের নকআউট পর্বে নেইমার খেলবেন কি না - তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ব্রাজিল-ক্যামেরুন ম্যাচের পর। খবর দ্য স্যান ডিয়েগো ইউনিয়ন-ট্রিবিউন-এর।
আগামী শুক্রবার (২ ডিসেম্বর) বাংলাদেশ রাত একটায় কাতারের লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপের গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে ক্যামেরুনের মুখোমুখি হবে ব্রাজিল।
এই ম্যাচেও খেলতে পারবেন না নেইমার। এর আগে গত ২৮ নভেম্বর সুইজারল্যান্ডের বিপক্ষে নাঠে নামতে পারেননি এই ব্রাজিলিয়ান তারকা।
ডান পায়ের গোড়ালিতে চোট লেগে সার্বিয়ার বিপক্ষের ম্যাচে ৮০ মিনিটে মাঠ ছাড়েন নেইমার। পরে প্রকাশিত ছবিতে দেখা যায়, তার ডান গোড়ালির কাছাকাছি জায়গাটা বেশ বাজেভাবে ফুলে আছে।
তার এই চোটের কারণে গ্রুপপর্বের শেষ দুই ম্যাচে তার খেলতে পারা অনিশ্চিত হয়ে পড়েছিল। নেইমার ছাড়াও ইনজুরির কারণে আরও না খেলার কথা রাইট ব্যাকের দানিলোর এবং লেফট ব্যাকের আলেক্স সান্দ্রো।
তাদের বর্তমান অবস্থা জানিয়ে ব্রাজিলের সহকারী কোচ স্লেবার জেভিয়ার আজ (১ ডিসেম্বর) বলেছেন, 'তারা সুস্থ হয়ে উঠছেন।'
'আমরা আপাতত ক্যামেরুন ম্যাচে মনোযোগ দিচ্ছি। এরপর এই খেলোয়াড়দের নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তাদের ফিরে আসার ব্যাপারে আমাদের একটি পরিকল্পনা তৈরি আছে,' যোগ করেন তিনি।
পরিকল্পনার বিস্তারিত বর্ণনা দেননি স্লেবার। নেইমার কবে ফিরতে পারেন-তা নিয়ে ডাক্তাররাও নির্দিষ্ট কিংবা সম্ভাব্য কোনো সময় দেননি।
এবারের বিশ্বকাপে সার্বিয়া এবং সুইজারল্যান্ডকে হারিয়ে শেষ ১৬তে স্থান নিশ্চিত করেছে ব্রাজিল; আর গ্রুপ চ্যাম্পিয়ন হতে ক্যামেরুন ম্যাচে প্রয়োজন ড্র।
২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষের ম্যাচে পিঠে আঘাত লেগে বাকি ম্যাচগুলোতে খেলতে পারেননি নেইমার। এছাড়াও এর আগে ডান পায়ের গোড়ালির ইনজুরির কারণে ২০১৯ সালে কোপা আমেরিকা খেলতে পারেননি এই পিএসজি তারকা।
