কতটা মারাত্মক নেইমারের চোট
২০১৪ বিশ্বকাপে ঘরের মাঠে কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে মারাত্মক চোট পেয়ে টুর্নামেন্টই শেষ হয়ে গিয়েছিল নেইমারের। সেমি-ফাইনালে জার্মানির কাছে সেই অবিশ্বাস্য হারে ব্রাজিলের বিদায়ের পর অনেকেই নেইমারের অনুপস্থিতিকে দেখিয়েছিলেন বড় কারণ হিসেবে। নিজের স্বপ্নের সাথে কোটি ব্রাজিলিয়ানের হৃদয়ের স্পন্দন ও যে তিনি।
এবার চোট পেয়ে কাতার বিশ্বকাপের পরবর্তী ম্যাচ খেলা শঙ্কায় পড়ে গেছে নেইমারের। সার্বিয়ার বিপক্ষে রিচার্লিসনের জোড়া গোলে জিতলেও ব্রাজিল কোচ তিতের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে নেইমারের গোড়ালি ফুলে যাওয়াটা।
পুরো ম্যাচে ৯ বার ফাউলের শিকার হন নেইমার। সার্বিয়ানরা যেন তাকে লক্ষ্য করেই মাঠে নেমেছিলেন। এই পরিকল্পনায় তারা সফলও হয়েছে বলা যায়, পুরো ম্যাচে ছন্দ খুঁজে পাননি নেইমার। উল্টো ৭৮ মিনিটে গোড়ালিতে আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে।
তবে মাঠ ছাড়ার আরো ১১ মিনিট আগে এই চোট পান নেইমার, এরপরেও ১১ মিনিট খেলা চালিয়ে যাওয়ায় ক্ষতির আশংকা বেশি করছেন ব্রাজিল দলের ডাক্তাররা। যদিও ২৪ ঘন্টা থেকে ৪৮ ঘন্টা পার না হওয়া পর্যন্ত পরবর্তী কোনো পদক্ষেপ নেওয়া হবে না বলেও জানিয়েছেন তারা।
নেইমার এবং ব্রাজিল ভক্তদের জন্য সামনের ৪৮ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। সবাই প্রার্থনায় মগ্ন যেন নেইমারের স্বপ্নের সাথে সাথে তাদের স্বপ্নও ধূলিসাৎ না হয়ে যায়।
