এক বিন্দুতে চোখ তিন অধিনায়কের

লিস্ট 'এ' ক্রিকেটের মর্যাদা নেওয়া হয়নি, টুর্নামেন্টটি ঘরোয়া ক্রিকেটের নিয়মিত আয়োজনও নয়। করোনাভাইরাসের বিরতিকে বিদায় জানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজন করেছে ৫০ ওভারের টুর্নামেন্ট। তিন দলের অংশগ্রহণের এই টুর্নামেন্টটি প্রস্তুতি ম্যাচের চেয়ে বেশি কিছু নয়। তবু বিসিবি প্রেসিডেন্টস কাপ নামের একদিনের টুর্নামেন্টটি নিয়ে মিরপুরে বেশ হইচই।
আছে টাকার ঝনঝনানিও। এই টুর্নামেন্টে প্রায় ৩৬ লাখ ৭৫ হাজার টাকা প্রাইজমানি ঘোষণা করেছে বিসিবি। চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে ১৫ লাখ টাকা, রানার্স আপ পাবে সাড়ে ৭ লাখ। স্বীকৃত কোনো টুর্নামেন্ট না হলেও এই সিরিজটি নিয়ে রোমাঞ্চিত ক্রিকেটাররাও। তিন দলের অধিনায়ক তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্ত; সবারই চোখ শিরোপায়।
ক্রিকেটারদের এই রোমাঞ্চ অবশ্য খুবই স্বাভাবিক। করোনাভাইরাসের ছোবলে প্রায় সাত মাস ক্রিকেট ম্যাচ খেলা হয়নি তাদের। অনুশীলনে দুটি ম্যাচ খেললেও তা ছিল প্রস্তুতিমূলক। এই টুর্নামেন্ট দিয়ে প্রতিযোগিতামূলক আমেজের ক্রিকেটে ফিরছেন ক্রিকেটাররা।
রোববার বেলা দেড়টায় শুরু হতে যাওয়া উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মাহমুদউল্লাহ একাদশ-নাজমুল একাদশ। ম্যাচের আগেরদিন মাহমুদউল্লাহ বলেছেন, 'আশা আছে তো অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার। তারচেয়েও বড় কথা যে, আমাদের দেশের সবচেয়ে উদীয়মান এবং অভিজ্ঞতার দিক দিয়ে যদি বলি, সব দিক দিয়েই সেরা খেলোয়াড়রাই হয়তো এখানে খেলছে। এটা নিজেদের ভেতর একটা ভালো প্রতিযোগিতা আমাদের প্রমাণের জন্য।'
নাজমুল হোসেন শান্তও একই সুরে কথা বলেছেন। তরুণ হয়েও অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া এই ক্রিকেটার বলেন, 'কখনও তো এতদিন মাঠের বাইরে থাকিনি। মাঠে এমন একটা সিরিজ শুরু হচ্ছে। অবশ্যই অনেক রোমাঞ্চিত। আশা করছি খুব ভালো একটা সিরিজ হবে। প্রতিটা দলই ভালো। অবশ্যই প্রত্যাশা অনেক বেশি। আমাদের যে দল হয়েছে, আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলব। আশা করছি আমরা যদি স্বাভাবিক খেলাটা খেলতে পারি, তাহলে ভালো কিছু হবে।'
আরেক দলের অধিনায়কের দায়িত্বে থাকা তামিম ইকবালের মুখেও চ্যাম্পিয়শিপের কথা, 'যেহেতু টুর্নামেন্ট আর আমরা একটা দল, তাই চ্যাম্পিয়ন হওয়াই আমাদের ইচ্ছা। যেটা বললাম, ইচ্ছা তো সবারই থাকবে, কিন্তু দিনশেষে যে মাঠে ভালো খেলবে সেই জিতবে। একটি প্রতিযোগিতামূলক ক্রিকেট হবে। প্রায় ৫০/৬০ ক্রিকেটার আমরা এই টুর্নামেন্ট খেলব। ক্রিকেটে ফিরে আসছি এটা চিন্তা না করে আমার কাছে মনে হয় এখান আমরা ব্যক্তিগতভাবে অনেক কিছু পেতে পারি।'