ইংল্যান্ড ক্রিকেট দল সফর বাতিল করলেও ওয়েন বললেন, ‘আসছি পাকিস্তান’

টানা দুটি সিরিজ বাতিলের পর ঘোরের মধ্যেই আছে পাকিস্তানের ক্রিকেট। নিউজিল্যান্ড ক্রিকেট দল সিরিজ বাতিল করে দেশে ফেরার দুদিন পর ইংল্যান্ডও তাদের পাকিস্তান সফর প্রত্যাহার করে নেয়। কিউইরা নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে দেশে ফিরেছিল।
ইংল্যান্ড জানিয়েছিল, ক্রিকেটার ও কোচিং স্টাফদের টানা জৈব সুরক্ষা বলয়ে থাকার ধকল কাটাতে তাদের এই সিদ্ধান্ত। যদিও তা ছিল নিছকই অজুহাত। সফর বাতিলের মূলে ছিল নিরাপত্তা শঙ্কাই। যে দেশে ক্রিকেট দল পাঠায়নি ইংল্যান্ডে, সেই দেশেই যাওয়ার রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করছেন মাইকেল ওয়েন।
ইংল্যান্ডের সাবেক তারকা এই ফুটবলার দেশটির প্রথম ফ্র্যাঞ্চাইজিভিত্তিক আসর পাকিস্তান ফুটবল লিগের (পিএফএল) অ্যাম্বাসেডর হয়েছেন। লিগটির সঙ্গে তিন বছরের চুক্তি হয়েছে লিভারপুল, রিয়াল মাদ্রিদ, ম্যানেচস্টার ইউনাইটেডের হয়ে খেলা সাবেক এই স্ট্রাইকারের। ওয়েন জানিয়েছেন, দ্রুতই পাকিস্তানে সফর করবেন তিনি।
বিষয়টি ওয়েন নিজেই জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক টুইটে একটি ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, 'সালাম পাকিস্তান, পাকিস্তান ফুটবল লিগের নতুন অ্যাম্বাসেডর হওয়ার ঘোষণা দিতে পেরে আমি খুবই আনন্দিত। আমি আশা করি, শিগগিরই পাকিস্তান সফর করব। আশা করি সবাই প্রস্তুত, ফুটবল হবে।'
পোস্ট করা ভিডিওতে ওয়েন নিশ্চিত করেছেন, পাকিস্তান সুপার লিগের সঙ্গে তিন বছরের চুক্তি হয়েছে তার। এরপর আরও একটি টুইট করেছেন সাবেক এই ফুটবলার। যেখানে তিনি লিখেছেন, 'আমি খুব শিগগিরই পাকিস্তানে আপনাদের সাথে দেখা করতে মুখিয়ে আছি।' প্রচারের পাশাপাশি প্রতিভা অন্বেষণের কাজে মাইকেল ওয়েনের দক্ষতা কাজে লাগাতে চায় পাকিস্তান ফুটবল লিগ।