আগামী মার্চে দক্ষিণ আফ্রিকা সফর বাংলাদেশের

আগামী বছরের মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ। এই সফরে প্রোটিয়াদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলার কথা বাংলাদেশের। এই সিরিজের ব্যাপারটি নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
দেশটির ক্রিকেট বোর্ড গ্রীষ্মকালীন ব্যস্ত সূচি প্রকাশ করেছে। বৃহস্পতিবার প্রকাশ করা সূচি অনুযায়ী ভারত ও নেদারল্যান্ডসকে এর আগে আতিথেয়তা দেওয়ার কথা দক্ষিণ আফ্রিকার।
দেশটির গ্রীষ্মকালীন মৌসুম শুরু হবে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ দিয়ে। এই সিরিজে ডাচদের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে প্রোটিয়ারা। এটা ওয়ানডে সুপার লিগের অংশ। সিরিজটি আগামী বছরের ২৬ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই সেঞ্চুরিয়নে হবে।
এরপর ভারতের বিপক্ষে সিরিজ দক্ষিণ আফ্রিকার। ২৬ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারির মধ্য সিরিজটির অনুষ্ঠিত হবে। এই সফরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি খেলবে বিরাট কোহলির দল। ম্যাচগুলোর ভেন্যু এখনও নির্ধারণ হয়নি।
নেদারল্যান্ডস, ভারত সিরিজের পর নিউজিল্যান্ড সফরে যাবে দক্ষিণ আফ্রিকা। এই সফরে কিউইদের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে তারা। মার্চে বাংলাদেশ সিরিজ দিয়ে গ্রীস্মকালীন মৌসুম শেষ করবে প্রোটিয়ারা। সিরিজটি ১৮ মার্চ থেকে ৯ এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা।