অলিম্পিক ভিলেজে করোনার হানা

করোনাভাইরাসের প্রকোপে গত বছর স্থগিত করা হয় অলিম্পিক গেমস। এক বছর পিছিয়ে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত আসরটি। এবারও কম প্রতিকূলতা ছিল না। সব জয় করে টোকিও অলিম্পিক শুরু হতে যাবে, এমন সময়ে দেখা দিল বিপত্তি।
আসরটি শুরুর ছয় দিন বাকি থাকতে অলিম্পিক ভিলেজে হানা দিয়েছে করোনা। অলিম্পিক ভিলেজে অবস্থান করা এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।
৬ দিন আগে অলিম্পিক ভিলেজের মতো জায়গায় করোনার হানায় রীতিমতো হইচই পড়ে গেছে। কারণ অ্যাথলেট থেকে শুরু করে অংশগ্রহণকারী দেশের সব প্রতিনিধি এখানেই থাকেন। এখানে করোনা থাবা বসানোয় আসর আয়োজনই শঙ্কার মুখে পড়ে যাচ্ছে।
জাপানিরা এমনিতেই করোনার মাঝে অলিম্পিক আয়োজনের বিপক্ষে। এই ঘটনায় আসরটি আয়োজনের বিপক্ষে আওয়াজ তোলার শক্ত যুক্তি পেয়ে যাচ্ছেন তারা। করোনা শঙ্কায় অনেক তারকা অ্যাথলেট ইতোমধ্যে টোকিও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন।
টোকিও ২০২০ অলিম্পিকের প্রধান নির্বাহী তোশিরো মুতো সংবাদ সম্মেলনে জানিয়েছেন, করোনায় আক্রান্ত ব্যক্তি জাপানের নন। তিনি কোনো অ্যাথলেটও নন। গোপনীয়তার স্বার্থে আক্রান্ত ব্যক্তির নাম, পরিচয় প্রকাশ করেনি অলিম্পিক আয়োজক কর্তৃপক্ষ।
করোনায় আক্রান্ত ব্যক্তিকে ইতোমধ্যে অলিম্পিক ভিলেজ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তাকে আলাদাভাবে আইসোলেশনে রাখা হয়েছে। সংবাদ সংস্থা সিএনএনের খবরে বলা হয়েছে, এ নিয়ে গেমস সংশ্লিষ্ট ৪৫ জনের করোনায় আক্রান্ত হওয়ার খবর এলো।
২৩ জুলাই পর্দা উঠবে অলিম্পিক গেমসের, চলবে ৮ আগস্ট পর্যন্ত। বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়াযজ্ঞে অংশ নিতে ২০৫টি দেশের ১১ হাজারেরও বেশি অ্যাথলেট জাপানে যাবেন।