সুইফটের 'বিকল্প ব্যবস্থা' রয়েছে রাশিয়ায়

ইউক্রেন আগ্রাসনকে কেন্দ্র করে পশ্চিমাবিশ্ব একের পর এক নিষেধাজ্ঞা চাপাচ্ছে রাশিয়ার ওপর। এরই অংশ হিসেবে আন্তর্জাতিক লেনদেনের বার্তা প্রেরণ সংক্রান্ত প্রতিষ্ঠান 'সুইফট পেমেন্ট নেটওয়ার্ক' থেকে রাশিয়ার বেশ কয়েকটি ব্যাংককে বাদ দেওয়ার সিদ্ধান্তে একমত হয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ অন্যান্য পশ্চিমা দেশগুলো। তবে রুশ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানিয়েছেন, সুইফটের বিকল্প ব্যবস্থা ইতোমধ্যেই রয়েছে রাশিয়ায়। খবর রয়টার্সের।
সোমবার এক সংবাদ সম্মেলনে গভর্নর এলভিরা নাবিউলিনা বলেন, রাশিয়ার সমস্ত ব্যাংক নির্ধারিত সকল নিয়ম ও বাধ্যবাধকতা মেনে চলবে এবং তাদের অ্যাকাউন্টের সমস্ত তহবিল সুরক্ষিত রয়েছে।
নাবিউলিনা বলেন, "নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশের অর্থিক লেনদেনের পরিকাঠামো চলবে। সিস্টেম ফর ট্রান্সফার অফ ফাইন্যান্সিয়াল মেসেজেস (এসপিএফএস) ব্যবস্থা দেশে অভ্যন্তরীণভাবে সুইফট আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেমকে প্রতিস্থাপন করবে।"
এসপিএফএসের সকল নিয়ম পূরণের মাধ্যমে রাশিয়ান ব্যাংকগুলো আন্তর্জাতিক লেনদেন করতে পারবে। জানা গেছে, ২০১৪ সাল থেকে এসপিএফএস নিয়ে কাজ করে আসছে রাশিয়া। ২৩ বিদেশি ব্যাংকের সঙ্গে সংযুক্তি রয়েছে এই প্রতিষ্ঠানের।
ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করতে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো রাশিয়াকে সুইফট ব্যবস্থা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। ধারণা করা হচ্ছিল, পশ্চিমা দেশগুলো কর্তৃক এখন পর্যন্ত রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলোর মধ্যে যৌথ এই নিষেধাজ্ঞাই সবচেয়ে কঠোরতম পদক্ষেপ। তবে, রুশ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের এ ঘোষণার পর সুইফট নিষেধাজ্ঞা রাশিয়ার ওপর কতোটা প্রভাব ফেলবে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন বা সুইফট হল দ্রুত ও নিরাপদে আন্তর্জাতিক লেনদেনের প্রধান ব্যবস্থা। এর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য সম্পন্ন হয়ে থাকে। বেলজিয়ামভিত্তিক এই প্রতিষ্ঠানটি বিশ্বের ২০০টিরও বেশি দেশে ১১ হাজারেরও বেশি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে লেনদেনের সুবিধা দিয়ে আসছে।
- সূত্র: রয়টার্স