উপদেষ্টাকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার অভিযোগ বরিস জনসনের বিরুদ্ধে

নিজের নৈতিকতা উপদেষ্টাকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার অভিযোগ উঠেছে বরিস জনসনের বিরুদ্ধে। এর জেরে হাউস অভ কমনস থেকে সাময়িকভাবে বহিষ্কৃতও হতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। জনসনের ব্যক্তিগত দাতাদের ব্যাপারে নতুন তদন্ত শুরু করার দাবি তুলেছেন ব্রিটিশ এমপিরা। খবর দ্য গার্ডিয়ানের।
এক আনুষ্ঠানিক প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, বরিস জনসন তার ডাউনিং স্ট্রিটের ফ্ল্যাট সজ্জার জন্য অর্থ খরচের যে হিসাব দিয়েছেন, তাতে গরমিল আছে।
ইলেকটোরাল কমিশনের এক প্রতিবেদনে প্রকাশ পাওয়ার পর ব্রিটিশ এমপিরা জনসনের বিরুদ্ধে তদন্তের এই দাবি তুলেছেন। ইলেকটোরাল কমিশনের আট মাসব্যাপী এক তদন্তে জনসনের ব্যয়বহুল ফ্ল্যাট সজ্জার বিষয়টি উঠে এসেছে। এ কাজ-সংক্রান্ত অনুদান প্রতিবেদন দিতে না পারায় কনজারভেটিভ পার্টিকে ১৭ হাজার ৮০০ পাউন্ড জরিমানা করেছে কমিশন।
তবে কমিশনে যে কাগজপত্র প্রকাশ করেছে, তাতে আরও দেখা গেছে যে, ব্যয়বহুল সাজসজ্জার জন্য টোরি দাতা লর্ড ব্রাউনলোর কাছে হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে অর্থ চেয়েছেন জনসন।
এর আগে এক তদন্তে মন্ত্রীদের স্বার্থ-বিষয়ক স্বাধীন উপদেষ্টা লর্ড গিডকে জনসন আশ্বস্ত করেছিলেন যে, ফ্ল্যাটসজ্জার জন্য ওই অর্থ কে অনুদান দিয়েছে, তা তিনি জানেন না। কিন্তু এ বছরের ফেব্রুয়ারিতে গণমাধ্যমের প্রতিবেদনে উঠে আসে যে, ব্রিটিশ প্রধানমন্ত্রী মিথ্যা তথ্য দিয়েছেন।
লেবার পার্টির নেতারা বলছেন, জনসন মানুষকে বোকা বানিয়েছেন।
এই ঘটনার জেরে ক্ষমতা থেকে সরেও যেতে হতে পারে বরিস জনসনকে। ১০ শতাংশ ভোটার যদি উপনির্বাচনের পক্ষে মত দেয়, তাহলে আবারও ভোটের আয়োজন করতে হবে।
ফ্ল্যাট সাজানো নিয়ে এই বিতর্ক কয়েক মাস ধরেই জনসনের পিছু ছাড়ছে না। ফ্ল্যাট সাজানোর অর্থ এসেছে টরি নেতা ডেভিড ব্রাউনলাউয়ের কাছ থেকে, তার কোম্পানি হান্টসউড অ্যাসোসিয়েটস লিমিটেডের মাধ্যমে। অতিরিক্ত খরচ লুকানোর জন্য এই কোম্পানির নাম ব্যবহার করা হয়। ১১ নং ডাউনিং স্ট্রিটের ফ্ল্যাটটিতে বরিস জনসন তার স্ত্রী ক্যারি ও সন্তানদের নিয়ে থাকেন।
কমিশনের প্রতিবেদনে বলা হয়, ব্রাউনলাউয়ের কাছ থেকে অনুদান আসার তথ্যটি খুব সম্ভবত জনসন আরও আগে থেকেই জানতেন। যদিও ব্রিটিশ প্রধানমন্ত্রী গিডের কাছে দৃঢ়তার সঙ্গে দাবি করেছেন যেন, ২০২১ সালের ফেব্রুয়ারিতে গণমাধ্যমে খবর প্রকাশের আগে তিনি এসব অর্থের উৎস সম্পর্কে কিছু জানতেন না।
তবে কমিশনের প্রতিবেদনে জানানো হয়, ২০২০ সালের ২৩ জুন ব্রাউনলাউকে ডাউনিং স্ট্রিট ট্রাস্টের প্রধান হওয়ার প্রস্তাব দেন জনসন। ২৯ নভেম্বর তিনি হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে ফ্ল্যাটসজ্জার জন্য আরও আর্থিক অনুদান চান ব্রাউনলাউয়ের কাছে।