সৌরভের উদ্যোগে কলকাতাবাসী পাবেন বিনামূল্যে করোনার টিকা

ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এবং ক্রিকেট বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর উদ্যোগে এবার কলকাতার দুস্থ মানুষদের দেওয়া হবে করোনার টিকা। কলকাতায় বাইপাসের একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে ইতিমধ্যে চুক্তিও সম্পন্ন হয়েছে।
আগামী ১৩ জুন, রবিবার দেড়শো মানুষকে করোনার টিকা দেওয়া হবে।
সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন, মার্চ-এপ্রিল মাস থেকেই এই উদ্যোগ নেওয়ার কথা ভাবছিলেন তিনি। অবশেষে সেটা বাস্তবায়িত হওয়ার মুখে। গত বুধবার সকালে তিনি দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। করোনার ধাক্কায় চতুর্দশ আইপিএল স্থগিত হয়ে গেছে। সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্টের বাকি ৩১টা ম্যাচ করতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই আয়োজন খতিয়ে দেখতেই দিন চারেকের জন্য মরুদেশে গিয়েছেন সৌরভ। রবিবার তার কলকাতায় ফেরার কথা। তার পরের সপ্তাহেই, ১৩ জুন ১৫০ জনকে করোনার টিকা দেওয়া হবে।
প্রাথমিকভাবে বেহালা অঞ্চলের দেড়শো দুস্থ মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। বাড়ির পাশেই সৌরভের অফিস। সেখানকার একটি তলা করোনা টিকা দেওয়ার জন্য বরাদ্দ করা হচ্ছে। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল গোটা ভারত। পশ্চিমবঙ্গেও বহু মানুষ সংক্রমিত। তাই ভিড় এড়িয়ে এবং সমস্ত রকম করোনাবিধি মেনে টিকা দেওয়ার ব্যবস্থা করতে চান সৌরভ।
বিশৃঙ্খলা এড়াতে আগে থেকেই দেড়শো জনকে বাছাই করে ফর্ম পূরণ করানো হবে। সৌরভের অফিসের প্রতিনিধিরা ঘুরে ঘুরে সেই ফর্ম বিলি করে টিকাকরণের ব্যবস্থা করবেন। প্রথম পর্বে ১৫০ জনকে টিকা দেওয়া হবে। তারপর টিকা পাবেন আরও মানুষ। সমস্ত খরচই করবেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক। সৌরভ জানিয়েছেন, অতিমারি মোকাবিলায় সকলে যাতে টিকা পান, সেটা নিশ্চিত করাই তাদের লক্ষ্য।