নিজেদের নাগরিকদের ভারত ছাড়ার পরামর্শ যুক্তরাষ্ট্রের

ভারতে চলমান করোনাভাইরাস বিপর্যয়ের কারণে সেখানে চিকিৎসা সেবা খুবই সীমিত হবে বলে ভারতে অবস্থিত নিজেদের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। তারা এও পরামর্শ দিয়েছে যে নিজেদের সুরক্ষার জন্য নাগরিকরা এখন চাইলে বাণিজ্যিক পরিবহন সেবার ফ্লাইট ব্যবহার করে যুক্তরাষ্ট্রে ফিরতে পারবে।
মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এই সতর্কবার্তায় বলা হয়, ভারত থেকে যুক্তরাষ্ট্রে প্রাত্যহিক ফ্লাইট সেবাও চালু রয়েছে এবং ফ্রান্স ও জার্মানি হয়ে দেশে পৌঁছানোর সুবিধাও রয়েছে মার্কিন নাগরিকদের জন্য। একই বার্তা যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ দ্য স্টেট ব্যুরো অফ কনস্যুলার অ্যাফেয়ার্স-এর কর্মকর্তাদের দ্বারা পরিচালিত টুইটার একাউন্ট থেকেও পোস্ট করা হয়।
সতর্কবার্তায় আরো বলা হয়, জায়গা সংকুলান না হওয়ায় ভারতের কিছু শহরের হাসপাতালে মার্কিন নাগরিকদের ভর্তি করানো হচ্ছে না।
এক সপ্তাহে ৩ লাখেরও বেশি কোভিড-১৯ আক্রান্তের রেকর্ড নিয়ে টিকে থাকার প্রাণান্ত লড়াই করছে ভারত। বুধবার দেশটিতে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭৯ হাজার ৪২৩ জন।
মার্কিন দূতাবাসের দেয়া সতর্কবার্তায় আমেরিকান নাগরিকদের দূতাবাস থেকে ভারতের স্বাস্থ্যসেবা ও জরুরি কোন তথ্য সম্পর্কে জানার জন্য 'STEP at step.state.gov' এ নাম লেখাতে পরামর্শ দেয়া হয়। ভ্রমণ বিধিনিষেধ ও অন্যান্য তথ্য জানার জন্য ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও চোখ রাখতে পরামর্শ দেয়া হয় তাদের।
সতর্কবার্তা থেকে মার্কিন নাগরিকদের জানানো হয় যে ভারতে হঠাৎ করে সংক্রমণ ও কোভিডের ফলে মৃত্যু রেকর্ড মাত্রায় বেড়ে গিয়েছে এবং দেশটির বহু স্থানে করোনা পরীক্ষার সুযোগও সীমাবদ্ধ।
ভারতের হাসপাতালগুলোতে কোভিড ও কোভিড রোগী নয়, দুই ধরনের রোগীর জন্যই অক্সিজেন, শয্যা ও ওষুধ সবকিছুরই ঘাটতি রয়েছে বলে উল্লেখ করা হয়। ফলে মার্কিন নাগরিকরা হাসপাতালে ভর্তি হতে পারছে না। এছাড়াও কিছু রাজ্যে কারফিউ দিয়ে দেয়ায় চলাফেরা সীমাবদ্ধ হয়ে গিয়েছে।
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন একটি 'চতুর্থ মাত্রার স্বাস্থ্য নোটিশ' জারি করেছে ভারতের জন্য। সেই সাথে ইউএস স্টেট ডিপার্টমেন্ট ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে একটি 'চতুর্থ মাত্রার ভ্রমণ সতর্কতা' জারি করেছে।
বর্তমানে জারি করা চতুর্থ মাত্রার 'ভ্রমণ সতর্কতা' ই যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট দ্বারা জারিকৃত সর্বোচ্চ সতর্কতা। তারা যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভারত ভ্রমণ করতে নিষেধ করেছে এবং যত দ্রুত সম্ভব ভারত ত্যাগ করার পরামর্শ দিয়েছে। বর্তমান পরিস্থিতিতে এটাই তাদের নাগরিকদের জন্য নিরাপদ বলে মনে করছে যুক্তরাষ্ট্র।