নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে ইতিহাস গড়লেন বাংলাদেশি শাহানা হানিফ

নিউইয়র্ককে বলা হয়, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বৈচিত্র্যময় শহর। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের মেলবন্ধন ঘটে এই নগরীতেই। অথচ এতোদিনেও নিউইয়র্কের সিটি কাউন্সিলে কোনো সদস্যই ছিলেন না দক্ষিণ এশীয় বংশোদ্ভূত কোনো ব্যক্তি বা মুসলিম নারী প্রতিনিধি।
মঙ্গলবার সেই দৃশ্যপট বদলে গেল। নির্বাচনে ব্রুকলিনের এক জেলায় বিজয় নিশ্চিত করে ইতিহাস গড়েছেন সাবেক সিটি কাউন্সিল কর্মচারী বাংলাদেশি-আমেরিকান শাহানা হানিফ।
পার্ক স্লোপ, কেনসিংটন এবং কেন্দ্রীয় ব্রুকলিনের কিছু অংশ এই নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত। নিউইয়র্কে প্রায় ৭ লাখ ৬৯ হাজার মুসলিমের বসবাস থাকলেও শাহানাই কাউন্সিলে নির্বাচিত প্রথম মুসলিম নারী জনপ্রতিনিধি।
সিটি কাউন্সিল নির্বাচনে সাহানা ছাড়াও দক্ষিণ এশিয়া থেকে ইতিহাস গড়েছেন শেখর কৃষ্ণান। তিনি জয় পেয়েছেন কুইন্সের জ্যাকসন হাইটস ও এলমহার্স্ট নিয়ে গঠিত এলাকায়। নির্বাচনে ছিলেন দক্ষিণ এশিয়ার আরেক প্রতিনিধি ফেলিসিয়া সিং। তিনি তার রিপাবলিকান প্রতিপক্ষের কাছে হেরে গেছেন।
মঙ্গলবার রাতে এক বিবৃতিতে শাহানা জানান, ব্রুকলিনের কাউন্সিল ডিস্ট্রিক্ট-৩৯ এর প্রথম মুসলিম নারী প্রতিনিধি হতে পেরে তিনি খুবই গর্বিত। বিবৃতিতে এই বিজয়ের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
শাহানা আশা প্রকাশ করে বলেন, "আমরা সবাই মিলে একটি নারীবাদী এবং বর্ণবাদবিরোধী শহর গড়ে তুলব।"
তিনি বলেন, "আমরা এমন একটি শহরের প্রত্যাশা করি যা দুর্বলকে রক্ষা করবে, ন্যায়সঙ্গত শিক্ষা নিশ্চিত করবে, জলবায়ু সংকট নিরসনে বিনিয়োগ করবে এবং যেখানে আমাদের অভিবাসী প্রতিবেশীরা স্বাচ্ছন্দ্য বোধ করবে।"
এজন্য ভেদাভেদ ভুলে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
নির্বাচনী এলাকা ব্রুকলিনের ডিস্ট্রিক্ট-৩৯ থেকে মোট ভোটের ৮৮ শতাংশ (২ নভেম্বর, রাত ১০টা ৪০ মিনিট পর্যন্ত ) পেয়ে নির্বাচিত হয়েছেন শাহানা।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্রেট ই.উইনকুপ মোট ভোটের ৭ শতাংশ এবং ম্যাথিউ মরগান ৩ শতাংশের নিচে ভোট পেয়েছেন বলে জানা গেছে।
- সূত্র- দ্য নিউইয়র্ক টাইমস