তিউনিসিয়া, আমিরাত এবং ওমানে মৃত্যুর সংখ্যা বেড়েছে

মধ্যপ্রাচ্যের তিন দেশ সংযুক্ত আরব আমিরাত, তিউনিসিয়া এবং ওমানে করোনাভাইরাসে প্রাণহানির সংখ্যা বাড়ছে। গতকাল রোববার প্রকাশিত এসব দেশের সরকারি তথ্যানুসারে যা স্পষ্ট।
দেশগুলোর মধ্যে তিউনিসিয়ার অবস্থা সবচেয়ে স্থিতিশীল। নতুন করে একজনের মৃত্যু নিয়ে গতকাল পর্যন্ত দেশটিতে মোট ৪৮টি প্রাণহানি ঘটে। একইসময়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৪৮ জন, এর মধ্যে সেরে উঠেছেন ৯১৪ জন।
টানা ছয় সপ্তাহ লকডাউন চালু রাখার পর চলতি মাসের শুরু থেকেই লকডাউন শিথিল করা শুরু করে উত্তর আফ্রিকার রাষ্ট্রটি। খবর আনাদলু এজেন্সির।
অন্যদিকে আমিরাতে মারা গেছেন ২৪৫ জন। নতুন করে সেখানেও একজনের মৃত্যুর কথা জানানো হলে, প্রাণহানির এই সংখ্যা বাড়ে।
রোববার নাগাদ আমিরাতে আরও ৭৮১ জন নতুন করে কোভিড-১৯ আক্রান্ত হন, ফলে মোট সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৯ হাজার ৪৮৫ জনে। এদের মধ্যে অবশ্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ হাজার ৫৬ জন।
পারস্য উপসাগরীয় দেশটিতেও ধীরে ধীরে লকডাউনের বিধিমালা শিথিল করা হচ্ছে। আংশিকভাবে ব্যবসা সচল রাখার অনুমতি দেওয়া হয়েছে শপিং মল এবং ক্যাফেগুলোকে।
এক সপ্তাহ আগে অবশ্য দেশটি দেশজুড়ে নতুন করে কারফিউ জারির কথা জানায়। এর আওতায় স্থানীয় সময় রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত একান্ত প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারবে না।
আমিরাতের প্রতিবেশী ওমানে নতুন সংক্রমণের সংখ্যা ৫১৩টি। ফলে মোট সংক্রমিত হয়েছেন ৭ হাজার ৭৭০ জন। রোববার নাগাদ মৃত্যু হয়েছে ৩৬ জনের।
ওমানের সুলতান সীমিত আকারে বেশকিছু ব্যবসাবাণিজ্য পুনরায় সচল করার অনুমতি দিয়েছেন।