কাগজের বোতলে কোকা-কোলা

কাগজের বোতলে পরীক্ষামূলকভাবে পানীয় বাজারজাত শুরু করতে যাচ্ছে বিশ্বখ্যাত কোমল পানীয় ব্র্যান্ড কোকা-কোলা।
প্রচণ্ড শক্ত কাগজের খোসা দিয়ে এই পরিবেশবান্ধব বোতলটি তৈরী করছে একটি ডেনিশ কোম্পানি। যদিও বোতলটিতে প্লাস্টিকের পাতলা একটি আবরণ শেষ পর্যন্ত রয়েই যাচ্ছে।
শতভাগ পুনর্ব্যবহারযোগ্য এবং কার্বনেটেড পানীয়সমূহের গ্যাস নিঃসরণ রোধে সক্ষম এমন প্লাস্টিকমুক্ত বোতল উৎপাদন করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
তবে যেটি খেয়াল রাখতে হবে তা হলো, বোতল তৈরীতে ব্যবহৃত কাগজটির কোন আঁশ যেন পানীয়তে না মেশে।
নইলে একদিকে যেমন পানীয়র স্বাদে পরিবর্তন আসবে তেমনি স্বাস্থ্যঝুঁকিও তৈরী হতে পারে।
কোকাকোলা ২০৩০ সালের মধ্যে শূন্য বর্জ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো এই উদ্যোগকে সমর্থন করছেন।
গত বছর চ্যারিটি গ্রুপ 'ব্রেক ফ্রি ফ্রম প্লাস্টিকের' তৈরিকৃত তালিকায় কোকা-কোলা বিশ্বের শীর্ষ প্লাস্টিক দূষণকারী ব্র্যান্ড হিসেবে জায়গা করে নেয়। এরপরেই ছিল পেপসি এবং নেসলে'র মত কোম্পানিগুলোর নাম।

পাবোকো নামের একটি ডেনিশ প্রতিষ্ঠান কোকাকোলার জন্য এই কাগজের বোতল উৎপাদন করতে চলেছে।
কোলা এবং বিয়ারের মত পানীয়গুলোর ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কার্বনকে চাপের মাধ্যমে বোতলের কাঠামোয় নিয়ে আসা।
সেই সাথে কাগজটিকে ছাঁচে ফেলতে হয়, বিভিন্ন ব্র্যান্ডের জন্য স্বতন্ত্র আকৃতি দিতে হয় এবং কাগজে ব্র্যান্ডের নাম অঙ্কনের জন্য কালির ছাপও পড়ে বোতলের গায়ে।
অবশেষে সাত বছরের বেশি সময় পরীক্ষাগারে গবেষণা করে এই বোতল তৈরি করতে সক্ষম হয়েছে পাবোকো । এই গ্রীষ্মে প্রাথমিকভাবে হাঙ্গেরিতে কোকা-কোলার ফ্রুট ড্রিংক আদেযের জন্য তাদের পরীক্ষামূলক ট্রায়ালের প্রস্তুতি সম্পন্ন। এতে দুই হাজার বোতল ব্যবহার করা হবে।
কোকা-কোলার পাশাপাশি ভোদকা প্রস্তুতকারক কোম্পানি অ্যাবসলিউটও যুক্তরাজ্য ও সুইডেনে তাদের রাস্পবেরি ড্রিংকের জন্য দুই হাজার কাগজের বোতল ব্যবহার করবে বলে জানিয়েছে।
বিয়ার প্রস্তুতকারক প্রতিষ্ঠান কার্লসবার্গও কাগজের বোতল তৈরির পথে হাঁটছে।
- সূত্রঃ বিবিসি