Skip to main content
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 14, 2025

Sign In
Subscribe
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 14, 2025
এভারেস্টে ওঠার নতুন পথ আবিষ্কার, বিপজ্জনক খুম্বু তুষারপ্রপাত এড়াতে পারবেন আরোহীরা 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
05 December, 2021, 07:00 pm
Last modified: 06 December, 2021, 01:08 am

Related News

  • এভারেস্টে আটকে পড়া পর্বতারোহীদের উদ্ধারকাজ শুরু 
  • পর্যটক বাড়াতে হিমালয়ের ৯৭টি পর্বতচূড়ায় বিনামূল্যে ওঠার সুযোগ দেবে নেপাল
  • এভারেস্টে উঠতে এখন থেকে ৭,০০০ মিটার উঁচু নেপালের কোনো পর্বতারোহণের প্রমাণ দেখাতে হবে
  • এভারেস্টের চেয়েও প্রায় ১০০ গুণ উঁচু পর্বত আছে, তা-ও এই পৃথিবীতেই!
  • নদী ক্ষয় হয়ে ‘ঠেলছে’ এভারেস্টকে, বাড়ছে উচ্চতা! 

এভারেস্টে ওঠার নতুন পথ আবিষ্কার, বিপজ্জনক খুম্বু তুষারপ্রপাত এড়াতে পারবেন আরোহীরা 

নতুন পথের সন্ধান পাওয়া অভিযাত্রী দলের সদস্য ও বিখ্যাত ফরাসি পর্বতারোহী মার্ক বাটার্ড বলেন, ‘গেল নভেম্বরে আমরা কুখ্যাত খুম্বু তুষারপ্রপাত এড়িয়ে বিকল্প পথে আরোহণের পরীক্ষা চালাই। এটি বাণিজ্যিকভাবে লাভজনক কিনা তা জানতে আগামী বছর বসন্ত মৌসুমেও এই পথে যাব আমরা। এটি জীবন রক্ষাকারী বিকল্প হবে বলে আশা করছি।’
টিবিএস ডেস্ক 
05 December, 2021, 07:00 pm
Last modified: 06 December, 2021, 01:08 am
মাউন্ট এভারেস্ট। সংগৃহীত ছবি

পাহাড়ের বুক চিড়ে নামা উত্তাল ঝর্ণার স্রোত দেখে মানুষের মুগ্ধতা যুগ যুগের। কিন্তু, ঝর্ণা যদি হয় জমাট তুষারের তাহলে পর্বতারোহীদের জন্য রীতিমত আতঙ্কের। মাউন্ট এভারেস্টে উঠতে নেপালের দিকে যে পথটি সেখানেই রয়েছে বিপজ্জনক খুম্বু তুষারপ্রপাত। প্যাসেজটি এতই কুখ্যাত যে, পর্বতারোহনে সুদক্ষ শেরপারাও রৌদ্র্য ঝলমল দিনে এপথে পা মাড়ানোর সাহস করেন না।  

খুম্বু তুষারপ্রপাতকে এভারেস্টের বুকে এক জমাট নদী বা হিমবাহ বলাই যায়। প্রায় এক কিলোমিটার দৈর্ঘ্যের এ পথ সাধারণত রাতে বা ভোর বেলায় পাড়ি দেন পর্বতারোহীরা। আলোর অভাব দূর করে হেলমেটে লাগানো হেডল্যাম্প। বলাই বাহুল্য, অন্ধকারের বুক চিড়ে এভাবে পৃথিবীর সর্বোচ্চ পর্বতে ওঠাও কম ঝুঁকিপূর্ণ হয়। প্রতি মুহূর্তেই থাকে ভুল পদক্ষেপের শঙ্কা। তবুও এটাই তুলনামূলক নিরাপদ। 

কারণ রোদের তাপে তুষারপ্রপাতের বরফ অস্থিতিশীল হয়, এজন্য সুর্য বিদায় নেওয়ার অনেক পরে মধ্যরাত্রি ৩টা থেকে ভোর ৫টা পর্যন্ত সময়ের মধ্যেই খুম্বু প্যাসেজ পাড়ি জমানোর নিয়ম। এসময় ঝুলন্ত হিমবাহগুলো তুলনামূলক স্থিতিশীল থাকে, তুষার ধসের ঝুঁকিও থাকে কম। 

অপরদিকে দিনের বেলায় সুর্যের দেখা মিললে হিমরাজ্যের পর্বতের বুকে স্বস্তির উষ্ণতা ছড়ালেও, সেই তাপে গলতে পারে হিমবাহ। তুষারের আচ্ছাদন ফেটে বাড়ে ধসের ঝুঁকি।    

ছবি: কাঠমান্ডু পোস্ট

২০১৪ সালের ১৮ এপ্রিল ঘটেছিল এমনই এক মর্মান্তিক দুর্ঘটনা। হিমবাহের উঁচু বরফচূড়া বা সেরাক ধসে তার নিচে চাপা পড়ে প্রাণ হারান ১৬ জন শেরপা গাইড। ওই ঘটনার পর সেবছরের সকল অভিযাত্রা বাতিল করেছিল নেপাল সরকার।

হিমালয় পর্বতমালায় অভিযানের তথ্য সংরক্ষণের তথ্যকোষ হিমালায়ান ডেটাবেজ অনুসারে, ১৯৫৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত তুষারধসে ৪৪ জনের প্রাণহানি ঘটেছে।    

তবে সুখবরও আছে। ফরাসি-নেপালি একটি যৌথ দল সম্প্রতি বিপজ্জনক খুম্বু তুষারপ্রপাত এড়িয়ে এভারেস্ট চূড়ায় ওঠার বিকল্প একটি পথ আবিষ্কারের দাবি করেছেন। তাদের আবিষ্কৃত পথ নিরাপদ হলে তা হবে পর্বতারোহনের ইতিহাসে যুগান্তকারী এক ঘটনা। কারণ, প্রায় সাত দশক আগে এডমুন্ড হিলারি ও শেরপা তেনজিং নোরগে এভারেস্ট শৃঙ্গ জয়কারী প্রথম মানুষ হিসেবে ইতিহাসে নাম লেখান। তারা দক্ষিণপূর্ব খাদের পথ ধরে আরোহণ করেছিলেন, পরবর্তী অভিযাত্রীরা এই পথ ব্যবহার করে আসছেন।

কিন্তু, এখানেই ৫ হাজার ৫০০ মিটার থেকে থেকে ৫ হাজার ৮০০ মিটার পর্যন্ত উচ্চতায় বিস্তৃত খুম্বু তুষারপ্রপাত। এভারেস্ট বেজ ক্যাম্পের ঠিক উপরেই এর অবস্থান। প্রতি বছর বসন্তকালীন  অভিযাত্রা মৌসুমে এর নিচেই অস্থায়ী তাঁবু গড়েন শত শত আরোহী। তাই আরোহীদের সামনে প্রথম বড় চ্যালেঞ্জই হলো প্রাণঘাতী খুম্বু তুষারপ্রপাত। 

নতুন পথের সন্ধান পাওয়া অভিযাত্রী দলের সদস্য ও বিখ্যাত ফরাসি পর্বতারোহী মার্ক বাটার্ড কাঠমান্ডু পোস্টকে বলেন, 'গেল নভেম্বরে আমরা কুখ্যাত খুম্বু তুষারপ্রপাত এড়িয়ে যাওয়ার একটি বিকল্প পথে আরোহণের পরীক্ষা চালাই। পথটি বাণিজ্যিকভাবে লাভজনক কিনা তা জানতে আগামী বছর বসন্ত মৌসুমেও এই পথে যাব আমরা। এটি জীবন রক্ষাকারী বিকল্প হবে বলে আমরা আশা করছি।'  

মার্ক বাটার্ড অতীতেও ইতিহাস গড়েছেন। ১৯৮৮ সালের সেপ্টেম্বরে তিনি বোতলজাত অক্সিজেনের সাহায্য ছাড়াই এভারেস্ট চূড়ায় আরোহণ করেন। এজন্য তার সময় লেগেছিল ২২ ঘণ্টা ২৯ মিনিট। এঘটনায় তিনি গিনেস বুক অব রেকর্ডসেও নাম লেখান। এরপর ১০ বছর পর্যন্ত অক্ষুণ্ণ ছিল তার এ রেকর্ড। ১৯৯০ সালে তিনি দ্বিতীয়বার এভারেস্ট চূড়ায় ওঠেন। 

কাঠমুন্ডুর একটি রেস্তোরাঁয় অভিযাত্রী মার্ক বাটার্ড। ছবি: সুরাজ কুঁওয়ার/ দ্য কাঠমান্ডু পোস্ট

তিন দশক পর যেন নতুন রেকর্ড গড়তেই এভারেস্টের কোলে ফিরেছেন ৭০ বছরের বাটার্ড। এবারের লক্ষ্য অবশ্য আবিষ্কার। 

তিনি বলেন, 'আরোহীদের জীবন রক্ষাই আমার এবারের মিশন। বিকল্প পথটি বাণিজ্যিকভাবে অভিযান উপযোগী হবে বলে আমি নিশ্চিত।' 

আসছে বসন্তে তাই আবিষ্কৃত নতুন পথে আবারো চূড়ায় উঠতে চান বাটার্ড। সফল হলে তিনিই গড়বেন বোতলজাত অক্সিজেন ছাড়া সর্বোচ্চ পর্বত চূড়ায় পা রাখা সর্বজ্যেষ্ঠ ব্যক্তির রেকর্ড। 

বর্তমানে এভারেস্ট চূড়ায় বোতলজাত অক্সিজেন ছাড়াই ওঠার রেকর্ড ইতালিয় নাগরিক অ্যাবেলে ব্রাঙ্কের দখলে। ২০১০ সালে তিনি ৫৫ বছর ২৬৪ দিন বয়সে এই রেকর্ড গড়েন। 


সূত্র: কাঠমান্ডু পোস্ট 
 

Related Topics

টপ নিউজ

মাউন্ট এভারেস্ট / হিমালয় পর্বতমালা / তুষারধস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    এনপিএসবি প্ল্যাটফর্ম: ব্যাংক থেকে বিকাশ-নগদে পাঠানো যাবে টাকা, খরচ হাজারে ১.৫ টাকা
  • স্থানীয় পর্যায়ে ৩০.৪% ভোটার জামায়াতের, ২১% বিএনপির ও ২৩.৭% এনসিপির কার্যক্রমে সন্তুষ্ট: জরিপ
    স্থানীয় পর্যায়ে ৩০.৪% ভোটার জামায়াতের, ২১% বিএনপির ও ২৩.৭% এনসিপির কার্যক্রমে সন্তুষ্ট: জরিপ
  • ফারিয়া ইয়াসমিন। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    প্রথম নারী ও বাংলাদেশি ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিল বাটা
  • ছবি- সংগৃহীত
    ১২ ডিসেম্বর একই প্রশ্নে একসঙ্গে হবে এমবিবিএস ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
  • ইনফোগ্রাফ: টিবিএস
    হিমায়িত মাছ ও চিংড়ি রপ্তানিতে ১৯ শতাংশ প্রবৃদ্ধি, শীর্ষ গন্তব্য ভারত ও চীন
  • ফাইল ছবি: সংগৃহীত
    ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে ‘কারাগার’ ঘোষণা

Related News

  • এভারেস্টে আটকে পড়া পর্বতারোহীদের উদ্ধারকাজ শুরু 
  • পর্যটক বাড়াতে হিমালয়ের ৯৭টি পর্বতচূড়ায় বিনামূল্যে ওঠার সুযোগ দেবে নেপাল
  • এভারেস্টে উঠতে এখন থেকে ৭,০০০ মিটার উঁচু নেপালের কোনো পর্বতারোহণের প্রমাণ দেখাতে হবে
  • এভারেস্টের চেয়েও প্রায় ১০০ গুণ উঁচু পর্বত আছে, তা-ও এই পৃথিবীতেই!
  • নদী ক্ষয় হয়ে ‘ঠেলছে’ এভারেস্টকে, বাড়ছে উচ্চতা! 

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

এনপিএসবি প্ল্যাটফর্ম: ব্যাংক থেকে বিকাশ-নগদে পাঠানো যাবে টাকা, খরচ হাজারে ১.৫ টাকা

2
স্থানীয় পর্যায়ে ৩০.৪% ভোটার জামায়াতের, ২১% বিএনপির ও ২৩.৭% এনসিপির কার্যক্রমে সন্তুষ্ট: জরিপ
বাংলাদেশ

স্থানীয় পর্যায়ে ৩০.৪% ভোটার জামায়াতের, ২১% বিএনপির ও ২৩.৭% এনসিপির কার্যক্রমে সন্তুষ্ট: জরিপ

3
ফারিয়া ইয়াসমিন। ছবি: সৌজন্যে প্রাপ্ত
বাংলাদেশ

প্রথম নারী ও বাংলাদেশি ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিল বাটা

4
ছবি- সংগৃহীত
বাংলাদেশ

১২ ডিসেম্বর একই প্রশ্নে একসঙ্গে হবে এমবিবিএস ও ডেন্টাল ভর্তি পরীক্ষা

5
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

হিমায়িত মাছ ও চিংড়ি রপ্তানিতে ১৯ শতাংশ প্রবৃদ্ধি, শীর্ষ গন্তব্য ভারত ও চীন

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে ‘কারাগার’ ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2025
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net