আল জাজিরায় কথা বলার দায়ে গ্রেপ্তার বাংলাদেশিকে আজীবনের জন্য বহিষ্কার করবে মালয়েশিয়া

গণমাধ্যম আল জাজিরার একটি ডকুমেন্টারিতে অনথিভুক্ত অভিবাসীদের সঙ্গে মালয়েশীয় সরকারের আচরণের সমালোচনা করার দায়ে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শিগগিরই তাকে মালয়েশিয়া থেকে বের করে দেওয়া হবে বলেও জানিয়েছে তারা।
৩ জুলাই প্রচারিত ওই ডকুমেন্টারিতে মোহাম্মদ রায়হান কবির নামের ওই বাংলাদেশির অভিমত 'মিথ্যে ও পক্ষপাত দুষ্ট' বলে অভিহিত করে তার পিছু নেয় দেশটির পুলিশ।
এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছে আল জাজিরা।
মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ বলেছে, ২৫ বছর বয়সী রায়হানকে শুক্রবার গ্রেপ্তার করেছে দেশটির গোয়েন্দা বিভাগ। এর আগে তার ওয়ার্ক পারমিট বাতিল করে অভিবাসন বিভাগ।
অভিবাসন বিভাগের মহাপরিচালক খাইরুল জাইমি দাউদ এক বিবৃতিতে বলেন, 'ওই বাংলাদেশিকে মালয়েশিয়া থেকে বের করে দেওয়া হবে এবং তিনি যেন কোনোদিন এ দেশে প্রবেশ করতে না পারেন, সেজন্য তাকে কালোতালিকাভুক্ত করা হবে।'
"লকড আপ ইন মালয়েশিয়া'স লকডাউন" শিরোনামের ওই ডকুমেন্টারিতে অনথিভুক্ত অভিবাসীদের ওপর তদন্ত প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং করোনাভাইরাস মহামারিতে তারা যে ওই দেশে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন, সেটি তুলে ধরা হয়।
এর আগে, লকডাউন কড়াকড়ি করা হলে দেশটির রাজধানী কুয়ালালামপুর থেকে ২ হাজারেরও বেশি অভিবাসী শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়ার কিছুক্ষণ আগে এক হোয়াটসঅ্যাপ বার্তায় রায়হান দাবি করেন, তিনি কোনো মিথ্যে কথা বলেননি। সকল অভিবাসী ও বাংলাদেশ তার পাশে দাঁড়াবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
- সূত্র: এপি