আরব বিশ্বের প্রথম মহাকাশ অভিযান

আর মাত্র ৪০ দিন পরেই পৃথিবী ছেড়ে মঙ্গল গ্রহের উদ্দেশ্যে রওনা দেবে সংযুক্ত আরব আমিরাতের উৎক্ষেপিত এক মহাকাশ যান। সবকিছু ঠিকঠাক থাকলে, আরব বিশ্বের প্রথম গ্রহান্তর অভিযানের ঘটনা হবে এটি।
পৃথিবী ত্যাগের পর মনুষ্যহীন মহাকাশযানটি আগামী বছরের ফেব্রুয়ারি নাগাদ মঙ্গলের কক্ষপথে পৌঁছাবে। মহাকাশের এই অভিযাত্রা সমগ্র মধ্যপ্রাচ্যের অস্তিত্ব রক্ষা এবং ভবিষ্যতের সুরক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে দাবি করেছে আমিরাতের প্রকল্পটি মূল উদ্যোক্তারা।
এক সময় মহাশূন্য অভিযান চালাতো শুধু পরাশক্তি বলে পরিচিত দেশগুলোই। কিন্তু বিগত দশকে বেসরকারি কোম্পানি ও নানা দেশের সরকার সেই ধারাকে ভেঙ্গে ফেলেছে। ভিনগ্রহে অভিযান চালানোও যে এখন আর পরাশক্তিদের একক ক্ষেত্র নয়, আমিরাতের মঙ্গল অভিযান সেদিকেই ইঙ্গিত দিচ্ছে।
'হোপ মার্স মিশন' নামের এই অভিযান আগামী ১৫ জুলাই উৎক্ষেপণ করা হবে। ২০১৪ সাল থেকেই মিশনটির প্রস্তুতির কাজ করছিল সংযুক্ত আরব আমিরাত।
প্রকল্প ব্যবস্থাপক ওমরান শরীফ জানান, দেশের অর্থনীতির দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার অপরিহার্য অংশ হিসেবে এই অভিযান চালানো হচ্ছে। এই অভিযান আমাদের ভবিষ্যৎ এবং অস্তিত্ব রক্ষার সঙ্গে যুক্ত।
'মঙ্গলে অবতরণ করা এই মিশনের লক্ষ্য নয়। বরং কক্ষপথে লাল গ্রহটির চারপাশে ঘুরে এক মঙ্গলবর্ষে (পৃথিবীর হিসাবে ৬৮৭ দিন) এর বায়ুমন্ডলের নানা পরিবর্তন নিয়ে গবেষণা করবে মনুষ্যহীন যানটির অতি-শক্তিশালী কম্পিউটার। বেতার তরঙ্গের মাধ্যমে পৃথিবীতে অবস্থিত বিজ্ঞানীদের কাছে পাঠানো হবে মঙ্গলের ছবি ও তথ্যসমূহ।