অবশেষে বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

অবশেষে বন্ধ হতে চলেছে মাইক্রোসফটের ওয়েব ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরার। ২০২২ সালের ১৫ জুন থেকে ব্যবহারকারীরা আর ব্রাউজারটি ব্যবহার করতে পারবেন না বলে জানিয়েছে মাইক্রোসফট।
গত বছর থেকেই মাইক্রোসফটের ওয়ার্কপ্লেস চ্যাট সফটওয়্যার টিমস ইন্টারনেট এক্সপ্লোরারে ব্যবহার করা যাচ্ছে না। এ বছরের আগস্ট থেকে মাইক্রোসফট অফিসসহ মাইক্রোসফটের অন্যান্য সেবাও আর ইন্টারনেট এক্সপ্লোরারে ব্যবহার করা যাবে না।
কালের পরিক্রমায় এক সময়ের বহুল ব্যবহৃত ব্রাউজারটির ব্যবহারকারীর সংখ্যা গত প্রায় দুই দশক ধরে তলানীতে ঠেকেছে। হোম পেজে কাস্টমাইজ করা শর্টকার্টের অভাব, অন্যান্য ব্রাউজারের তুলনায় জটিল ইউআই, অপেক্ষাকৃত ধীর গতির কারণে গুগল ক্রোম ও ফায়ারফক্সের মতো ব্রাউজারের সঙ্গে পাল্লা দিতে না পেরে ধীরে ধীরে ব্রাউজারটির ব্যবহারকারীর সংখ্যা কমে আসে।
ব্রাউজার ব্যবহারকারী ট্র্যাকার নেট-মার্কেট-শেয়ারের তথ্যমতে, ২০১০ সালে মোট ব্যবহারকারীর মধ্যে এ ব্রাউজারটি ব্যবহারকারীর সংখ্যা ৫০ শতাংশের অনেক নিচে নেমে আসে, বর্তমানে এটির ব্যবহারকারীর সংখ্যা ৫ শতাংশেরও কম।
এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছে গুগল ক্রোম, ৬৯ শতাংশ ব্যবহারকারীর পছন্দের তালিকায় আছে ব্রাউজারটি।
ব্রাউজারটির বন্ধের ঘোষণা দেওয়ার সময় মাইক্রোসফট জানায়, ইন্টারনেট এক্সপ্লোরার অত্যন্ত ধীর গতির, অনেক কাজের জন্যই এটি উপযোগী নয়, অন্যান্য অনেক আধুনিক ব্রাউজারের তুলনায় এটি কম সুরক্ষিত।
তবে তা সত্ত্বেও আশ্চর্যজনকভাবে ২৬ বছর ধরে টিকে ছিল ব্রাউজারটি। অনেক উইন্ডোজ ১০ ব্যবহারকারী হয়তো খেয়ালই করেননি তাদের কম্পিউটারে ইন্টারনেট ইক্সপ্লোরার ইনস্টল করা আছে।
মাইক্রোসফটের নতুন ব্রাউজার 'এজ' এরই মধ্যে ইন্টারনেট এক্সপ্লোরারের জায়গা নিয়ে নিয়েছে। মাইক্রোসফটের প্রোগ্রাম ম্যানেজার শন লিন্ডারসে এক বিবৃতিতে বলেন, "উইন্ডোজ ১০-এ ইন্টারনেট এক্সপ্লোরারের ভবিষ্যৎ হলো মাইক্রোসফট এজ।"
- সূত্র: সিএনএন