নগদ-এ নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান নগদ-এর প্রশাসক বদিউজ্জামান দিদারকে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে পদায়ন করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক মো. মোতাছিম বিল্লাহ।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট এ নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। জানা গেছে, স্বাস্থ্যগত সমস্যার কারণে নগদের প্রশাসকের পদ থেকে পদত্যাগ করেছেন বদিউজ্জামান দিদার।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, 'নগদে কাজের অনেক চাপ, যা বর্তমানে আমার শরীরের সঙ্গে যাচ্ছে না। তাই গভর্নর বরাবর পদত্যাগের চিঠি দিয়েছি।'
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২১ আগস্ট বাংলাদেশ ব্যাংক নগদে প্রথমবারের মতো প্রশাসক নিয়োগ দেয়।
কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে এক বছরের জন্য প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পাশাপাশি একাধিক কর্মকর্তা ও ডাক বিভাগের কয়েকজনকে সহকারী প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর নগদের বিভিন্ন অনিয়মের বিষয়ে তদন্ত শুরু করেন দিদার। তদন্তে নগদের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুকের অনিয়মে জড়িত থাকার বিষয় উঠে আসে।
এরপর গত সেপ্টেম্বরে হুমকির অভিযোগে বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন বদিউজ্জামান দিদার। জিডিতে তানভীর আহমেদ মিশুকের বিরুদ্ধে অভিযোগ আনেন তিনি।
তবে থানার সাধারণ ডায়েরির সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর শুনানির পর আদালত জিডির বিষয়টি খারিজ করে দেন।
সর্বশেষ এ বছরের ১২ ফেব্রুয়ারি রাজধানীর বনানী–১২ নম্বর সড়কে বদিউজ্জামান দিদারের ওপর হামলার ঘটনা ঘটে।
হামলার পর কেন্দ্রীয় ব্যাংক থেকে তাকে পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস দেওয়া হলেও তিনি সাহস পাচ্ছিলেন না বলে জানান।
জানা গেছে, এ পরিস্থিতিতে ডাক বিভাগের ডিজিটাল লেনদেন পরিষেবা নগদে নতুন প্রশাসক দেওয়ার জন্য উপযুক্ত কর্মকর্তার খোঁজ করছিল বাংলাদেশ ব্যাংক।