সিন্ডিকেট নয়, ভুল নীতি বাজারের অস্থিরতার জন্য দায়ী: ইন্টেলেকচুয়াল প্রোপার্টি ফোরাম

বাজারে 'সিন্ডিকেটে'র কারণেই দ্রব্যমূল্যের দামে অস্থিরতা তৈরি হয়, এমন ধারণা নিয়ে আপত্তি তুলেছে বাংলাদেশ ইন্টেলেকচুয়াল প্রোপার্টি ফোরাম। এ ফোরামের দাবি, বাজারে অব্যবস্থাপনার জন্য বরং সরকারের ভুল নীতি অনেকাংশে দায়ী।
শনিবার (৯ মার্চ) বাংলাদেশ ইন্টেলেকচুয়াল প্রোপার্টি ফোরাম আয়োজিত 'দ্রব্যমূল্য, বাজার ব্যবস্থাপনা ও প্রতিযোগিতা' শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।
মুক্তবাজার অর্থনীতিতে দাম নির্ধারণ করা কোনোভাবেই উচিত নয় উল্লেখ করে এর বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বক্তারা। এছাড়া বৈঠকে প্রতিযোগিতা আইনের কড়া সমালোচনা করে 'সিন্ডিকেট' শব্দ ব্যবহারের পরিবর্তে 'কার্টেল' শব্দ ব্যবহারে জোর দেওয়া হয়।
বাংলাদেশ ইন্টেলেকচুয়াল প্রোপার্টি ফোরামের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার হামিদুল মিসবাহ প্রতিযোগিতা কমিশনের সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, 'কমিশনের রায়গুলো ফেয়ারলি দেওয়া হয়নি। রায়ে যেভাবে যোগসাজশের কথা বলা হয়েছে, আসলে বাজারে সে ধরনের কোনো যোগসাজশ নেই। আইনের মাধ্যমে উৎপাদক প্রতিষ্ঠানকে ভুলভাবে সাজা দিলে তা বিনিয়োগকে নিরুৎসাহিত করবে, কর্মসংস্থান বাধাগ্রস্ত হবে। অনেকে উৎপাদন কমিয়ে দিতে পারে।'
যথাযথ প্রক্রিয়া মেনে প্রতিযোগিতা আইনে বিচার হচ্ছে না উল্লেখ করে এই আইনজীবী বলেন, 'দেশের কোনো আইনে "সিন্ডিকেট" শব্দটি লেখা নেই, কিন্তু এর ব্যবহার হচ্ছে। বাজার ব্যবস্থায় যে ধরনের সিন্ডিকেট আছে বলে মনে করা হয়, তা ঠিক নয়। সিন্ডিকেটের পরিবর্তে "কার্টেল" শব্দের ব্যবহার করা উচিত।'
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মো. হেলালুদ্দিন বলেন, শুল্ক কমানোর মতো অস্থায়ী নীতি বাজারের আরও ক্ষতি করে। বাজার যেন উত্তপ্ত হতে না পারে, তার জন্য আগেভাগে পদক্ষেপ নিতে হবে। আর চাল ও পেঁয়াজের মতো একেবারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর শুল্ক একেবারে না থাকাই ভালো।
তিনি বলেন, পণ্যের মূল্যবৃদ্ধির পেছনে অনেক কারণ থাকতে পারে। 'দাম বৃদ্ধির জন্য সরকারের অকার্যকর নীতির দায়ও কম না। এ ছাড়া একটা দেশে কোন খাতে কতটা কোম্পানি থাকবে, তা আলাদাভাবে লেখা থাকে না। এটা চাহিদার ওপর নির্ভর করে।'
তবে সিন্ডিকেট নেই, এমন কথার সঙ্গে দ্বিমত পোষণ করেন লেখক ও গবেষক গওহার নঈম ওয়ারা। তিনি বলেন, আলোচনায় দ্রব্যমূল্য ও বাজার ব্যবস্থাপনার চেয়ে প্রতিযোগিতা আইনের বিষয়ে আলোচনা বেশি হয়েছে। গ্রামীণ কৃষকও যে বাজারের বড় অংশ, তা উপেক্ষিত থেকেছে। অথচ সিস্টেমের কারণে প্রকৃত কৃষক মাঠ থেকে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন। সিন্ডিকেটে আটকে না থেকে ব্যবস্থাপনায় প্রকৃত সমস্যা সমাধানে উদ্যোগী হতে হবে।
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সাবেক পরিচালক খালিদ আবু নাসের বলেন, বাজার কেন্দ্রীভূত হচ্ছে; যার কারণে সিন্ডিকেটের একটা সম্ভাবনা সবসময় থাকে। তবে এখন বাজারে অস্থিরতার জন্য ডলারের উচ্চ বিনিময় হারের মতো বিষয়ও ভূমিকা রাখছে।
হামিদুল মেসবাহ দাবি করেন, বাংলাদেশ ইন্টেলেকচুয়াল প্রোপার্টি ফোরাম সুশীল সমাজের প্রতিনিধিত্ব করার পাশাপাশি চিন্তক সংঘ হিসেবে কাজ করে।