সাত দিনের মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নির্ধারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী সাত দিনের মধ্যে সরকার দেশে নিত্যপ্রয়োজনীয় নয়টি পণ্যের দাম নির্ধারণ করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
আজ (১৬ সেপ্টেম্বর) ঢাকায় জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী জানান, বিশ্ববাজারের পরিস্থিতির সঙ্গে সঙ্গতি রেখে নয়টি প্রয়োজনীয় পণ্যের দাম নির্ধারণ করে একটি তালিকা প্রকাশ করবে সরকার; আগামী সাতদিনের মধ্যে নতুন মূল্যতালিকা প্রকাশ করা হবে।
বৈশ্বিক মূল্য পরিস্থিতি এবং স্থানীয় বাজারে সরবরাহের ভিত্তিতে চাল, ডিম, সিমেন্ট, রড, ভোজ্যতেল, চিনি, আটা, পেঁয়াজ এবং মসুর ডাল- এই নয়টি পণ্যের দাম বেঁধে দেবে সরকার।
এর আগে গত ৩০ আগস্ট মন্ত্রণালয়ে এক বৈঠকের পর গণমাধ্যমকে বাণিজ্যমন্ত্রী জানিয়েছিলেন, ট্যারিফ কমিশন পরবর্তী ১৫ দিনের মধ্যে এসব পণ্যের যুক্তিসঙ্গত মূল্য নির্ধারণ করবে। সে ১৫ দিন অতিক্রম হয়েছে।