কারখানা পর্যায়ে এলাকাভিত্তিক ছুটির দিন নির্ধারণ করেছে সরকার
আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।

ছবি: টিবিএস
শিল্পাঞ্চলগুলির জন্য ভিন্ন-ভিন্ন দিনে সাপ্তাহিক ছুটির দিন নির্ধারণ করেছে সরকার। কারখান পর্যায়ে বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্ন করার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।
এর আগে গত ৭ আগস্ট লোডশেডিং কমাতে শিল্প খাতেও এলাকা-ভিত্তিক রেশনিং ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।







