সেপ্টেম্বরে রপ্তানি প্রবৃদ্ধি ৩৮ শতাংশ

সেপ্টেম্বরে রপ্তানি আয় ৪,১৬৫.৪৫ মিলিয়ন ডলারের পৌঁছানোয় আগের বছরের একই সময়ের তুলনায় বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি ৩৭.৯ শতাংশে দাঁড়িয়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালের জুলাই-সেপ্টেম্বর এ তিন মাসে আগের বছরের একই সময়ের তুলনায় রপ্তানির সব খাতে সার্বিকভাবে ১১.৩৭ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে।
২০২০ সালের সেপ্টেম্বর মাসে রপ্তানি আয় ছিল ৩,০১৮.৭৬ মিলিয়ন।
চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর মাসে আরএমজি রপ্তানিকারকরা ৮১২৬.৩৮ বিলিয়ন ডলার আয় করে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১১.৪৮ শতাংশ বেশি।
এদিকে, ওই তিন মাসে নিটওয়্যার রপ্তানি হয়েছে ৫,১৬৪.১৮ মিলিয়ন ডলারের, প্রবৃদ্ধি হয়েছে ১৫.৬৯ শতাংশ।
চামড়া ও চামড়াজাত পণ্যের প্রবৃদ্ধিও ছিল ইতিবাচক, ২০ শতাংশেরও বেশি।