মৎস্য খাতে বিদ্যমান কর ব্যবস্থাকে যৌক্তিক করার প্রস্তাব অর্থমন্ত্রীর

মৎস্য খাত থেকে আয়ের পরিমাণ নির্দিষ্ট সীমা পার করলেই দিতে হবে অতিরিক্ত কর।
তবে, নতুন কর কাঠামোতে নির্দিষ্ট সীমার থেকে বাড়তি আয়ে অতিরিক্ত একটি মাত্র কর আরোপ করা হয়েছে।
বৃহস্পতিবার সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট পরিবেশনকালে এ কথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
মন্ত্রী বলেন, আমরা ভাতে-মাছে বাঙালি। আর তাই মৎস্য খাতকে তুলে ধরার স্বার্থে খাতটি দীর্ঘদিন ধরে ছাড়কৃত কর সুবিধা ভোগ করে আসছে।
খাতটির সুবিধাদি যথাস্থানে রেখে নির্দিষ্ট সীমার বাইরে অতিরিক্ত মাত্র একটি কর আরোপ এবং একইসঙ্গে বিদ্যমান কর হার যৌক্তিক করে তোলার প্রস্তাব রাখেন মন্ত্রী।