করোনার প্রভাবে বেড়ে গেছে মোবাইল ফোনের দাম
করোনাভাইরাসের কারণে চীন থেকে যন্ত্রাংশ ও কাঁচামাল কম আসায় দেশে কমে গেছে মোবাইল ফোনের উৎপাদন। এছাড়াও কমে গেছে মোবাইল ফোনের আমদানিও। এর ফলে দেশের বাজারে মোবাইল ফোনের দাম বেড়ে গেছে।
বেশ কয়েকটি দোকান ঘুরে দেখা গেল, মোটামোটি মাঝারি দামের মোবাইল ফোনের দাম বেড়েছে ৩ হাজার টাকা পর্যন্ত। অনেক ফোনের প্যাকেটের গায়েই মূল দামের পাশে বাড়তি দামটা লেখা।
দোকানের বিক্রেতারা বলছেন, যতদিন না পর্যন্ত মোবাইল ফোনের আমদানি বাড়ছে, ততদিন বাজারে এমন অবস্থাই থাকবে।
মোবাইল ফোন ব্র্যান্ড রিয়েলমি এক অফিশিয়াল বিজ্ঞপ্তিতে জানায়, 'করোনাভাইরাস মহামারীর কারণে অন্য সকল ব্যবসায়ের মতো মোবাইল ফোন খাতেও নেতিবাচক প্রভাব পড়েছে। বর্তমানে আমরা স্টকে থাকা পণ্য বাজারে এনে চাহিদা পূরণ করছি। সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা বিধিগুলো অনুসরণ করছি।'
বাংলাদেশ মোবাইল ফোন বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন জিতু দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, বেশিরভাগ মোবাইল ফোনই চীন থেকে আসে। করোনাভাইরাসের কারণে গত কয়েকমাস ধরে আমদানি বন্ধ থাকায় বাজারে চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। ফলে দাম বেড়ে গেছে ফোনের।
তিনি বলেন, 'ব্যবসায়ীরা এলসি ও নতুন পণ্য আমদানির প্রস্তুতি নিচ্ছেন। ফলে বাজারে স্বাভাবিক পরিস্থিতি ফিরতে এক থেকে দুই মাস সময় লাগবে।'
বাংলাদেশের মোবাইল ফোন ব্যবসায়ীদের সংগঠন বিএমবিএর মতে, সাধারণত প্রতিমাসে সারা দেশে প্রায় তিন মিলিয়ন মোবাইল ফোন বিক্রি হয়।
বাংলাদেশ মোবাইল ফোন ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএমপিআইএ) এবং বাংলাদেশ মোবাইল ফোন বিজনেসম্যান অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৮ সালে মোট ৩.২৮ কোটি মোবাইল ফোন বিক্রি হয়েছিল।
এর মধ্যে স্মার্টফোন ছিল ৭৬.৮০ লক্ষ ইউনিট এবং ফিচার ফোন ছিল ২.৫১ কোটি।
