আগস্টে কার্ডে লেনদেন কমেছে ৮৪৯ কোটি টাকা

কোভিড-১৯ এর প্রভাবের মধ্যে লাইনে দাঁড়ানোর ঝামেলা এড়াতে গ্রাহকরা ইন্টারনেট ব্যাংকিং ও কার্ডভিত্তিক লেনদেনে ঝুঁকেছিলেন। কিন্তু কোভিডের প্রভাব কিছুটা কমে আসায় জুলাইয়ের তুলনায় আগস্টে কার্ডে লেনদেন কমেছে ৩ শতাংশের বেশি।
জুলাইয়ে ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডের মাধ্যমে লেনদেন হয়েছে ২৩,৬৬০ কোটি টাকা, যা আগস্টে কমে দাঁড়িয়েছে ২২,৯৫৮ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের ইস্যুড কার্ড এন্ড ট্রানসেকশান স্ট্যাটিস্টিকস থেকে এমন তথ্য পাওয়া গেছে।
দেখা গেছে, জুলাইতে ডেবিট কার্ডের মাধ্যমে লেনদেন হয়েছে ২১,৭৮৩ কোটি টাকা, আগস্টে তা কমে দাঁড়িয়েছে ২০,৯৩৪ কোটি টাকা।
এছাড়া ক্রেডিট কার্ডের মাধ্যমে জুলাইতে লেনদেন হয়েছে ১৪৮৬ কোটি টাকা, আগস্টে কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ১৬৭৪ কোটি টাকা। একইসঙ্গে প্রিপেইড কার্ডে লেনদেন জুলাইয়ের তুলনায় আগস্টে ৪৭ কোটি টাকা কমেছে।
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে লেনদেনের সংখ্যা আগস্টে ৬% এর বেশি কমেছে, যদিও কোভিড-১৯ মহামারির মধ্যে গত বছর অনেক নতুন গ্রাহক যুক্ত হয়েছিল।
বাংলাদেশ ব্যাংকের আগস্ট মাসের এমএফএস ডাটা অনুযায়ী, জুলাই মাসে এমএফএস লেনদেনের পরিমাণ ছিল ৬৬,৩৮৭ কোটি টাকা, যা ৪,১৫৩ টাকা কমে আগস্টে এসে দাঁড়ায় ৬২,২৩০ কোটি টাকায়।
বিশেষজ্ঞদের মতে, মহামারির মধ্যে ভাইরাসের সংক্রমণ এড়াতে গ্রাহকেরা ব্যাংকে যাওয়ার চাইতে এমএফএস লেনদেনই পছন্দ করতেন। তাছাড়া কেন্দ্রীয় ব্যাংকও মহামারিতে গ্রাহকদের মধ্যে মোবাইল ব্যাংকিং সেবা জনপ্রিয় করার জন্য লেনদেনের ফী কমানোর মতো কিছু বিশেষ সুবিধা প্রদান করে।
দেশে কোভিড-১৯ এর সামগ্রিক পরিস্থিতির উন্নতি হওয়ায় গ্রাহকেরা আবার সরাসরি ব্যাংক থেকে পরিষেবা নেওয়া শুরু করেছেন। তাছাড়া, বিশেষ সুবিধা প্রত্যাহারের পর রেমিট্যান্স প্রবাহও হ্রাস পেয়েছে।
লেনদেন কমে গেলেও, গ্রাহক এবং সক্রিয় অ্যাকাউন্টের সংখ্যা আগের মাসের তুলনায় ১.৬% বেড়ে আগস্টে ১০,৪৩,৬৪,৪০৮ হয়েছে। উল্লেখ্য, নগদের তথ্য এ ডেটাতে অন্তর্ভুক্ত করা হয়নি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের আগস্ট পর্যন্ত ব্যাংকগুলোর ইস্যু করা মোট কার্ডের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় দুই কোটি ৬৬ লাখ ৩৩ হাজার। আগের বছরের একই মাসে ইস্যু করা মোট কার্ড ছিল দুই কোটি ২২ লাখ ৭ হাজার ৮৩৩টি। এর মানে, এক বছরে কার্ড বেড়েছে ৪৩ লাখ ৫৪ হাজার।
কার্ড ব্যবহার করে সাধারণভাবে এটিএম বুথ থেকে টাকা উত্তোলন, পয়েন্ট অব সেলসে কেনাকাটার বিল পরিশোধ, ক্যাশ রিসাইক্লিং মেশিনে টাকা জমা বা উত্তোলন হয়ে থাকে। এ ছাড়া ই-কমার্সে কেনাকাটার বিল পরিশোধ হয় কার্ডে।